আমি গাছটিকে বাঁচাতে চাই
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৬ নভেম্বর, ২০১৪, ১০:৪৬:৫৬ সকাল
আমি গাছটিকে বাঁচাতে চাই।
তাই এর পাতাগুলো খুব ধুসর হয়েছে কিনা-
সেদিকে আমি ফিরেও তাকাইনা।
আমি জানি, সবুজ কচি আর কোমল পাতাগুলো,
বহুবছরের ধুলো-বালিতে কেমন ফ্যাকাসে হয়েগেছে!
তবু, এ নিয়ে আমি শঙ্কিত নই!
আমি ঝরে পড়া পাতাদের শোকে-
গাছের শোভাটুকু মলিন হোক, চাইনা।
এর শিকড়ে যে দেবোপম ঝরঝর মুখরতা,
এর দেহযষ্টিতে ঝরে যত বলিষ্ঠ পারকতা,
আমি ভুল করেও যদি ভুলে যাই সেই ঐশ্বর্য,
জীবনশূণ্য হয়ে পড়বে আমার দেহ-রত্ন!
সীমিত সম্ভাবনায় আশার ফানুস উড়ালেও,
এ গাছের প্রীতির আবেদন কভূ হারাতে চাইনা।
এর পল্লবে কারা মিশিয়ে দিয়েছে ঘৃণার অনিষ্ট!
প্রতিটি কাণ্ডে পাতাগুলো বড় অসঙ্গত, যেন প্রতিমুখ!
যেন অভিঘাতী জন্তুগুলোই এদের শুভার্থী!
এ গাছের ফলগুলো এখন নির্জীব হলেও
হিতকারী এ সরেস গাছটির কোনো অমঙ্গল চাইনা।
এর ছায়াতে আবৃত হয়েছে কত বোধহীন প্রান্তর!
এর মোহনীয় মায়া প্লাবিত করেছে কত নিষ্ঠুরের অন্তর,
অবিশ্বাসের দোরগোড়ায়, এ যে ছড়িয়েছে বিশ্বাসের অম্লজান।
অথচ, বড় ক্লান্ত প্রাণে এই মহীরুহ আশ্রয়দাতা-
নিজেকে নিয়েই ধুঁকছে বেঁচে থাকার আকুতি নিয়ে।
নাহ, ভুল বলেছি। নিঃশ্বাসে আর বিশ্বাসে সমভাবে জুড়ে থাকা
এই পবিত্র নিকুঞ্জ, বেঁচে থাকার সংগ্রামে এতটুকু অধীর হয়নি।
শুধু আমরা, মানবরূপে এই বৃক্ষ-মিত্রের 'অবুঝ পাতা'রা,
নিজেরাই বনে গেছি স্বার্থপর আগাছা!
চলো, অনুগত হই। আমাদের প্রিয় প্রাণের শিকড়
এই গাছটিকে- ইসলামকে; বাঁচিয়ে তুলি ভালবাসার পরম মমতায়!
বিষয়: বিবিধ
৯০১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন