কেন???

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ২০ মে, ২০১৪, ০৬:৫৭:৩৮ সন্ধ্যা

গভীর রাতে অভিশপ্ত নগরীতে বিচরণ করা নিশাচর ভাম্পায়েরের নীল রক্তের বিষাক্ত ভাইরাস শুষে নিয়েছে শাসকের শুভদৃষ্টি ।

মধ্যরাতের শত দীর্ঘশ্বাস ধ্বনি হিম করে দিচ্ছে ঘুমের উষ্ণতাকে ।

মায়ের নিথর লাশের উপর ঝুঁকে কান্না করা অবুঝ শিশুর চোখের পানি রক্তের আবিরে একাকার হয়ে মালিকের দরবারে লিখে যাচ্ছে ফরিয়াদনামা ।

রাজপথের ধুলায় মিশে আছে মানুষের বেঁচে থাকার আকুল আকুতির শেষ চিহ্নটুকু অথচ নেই আমানতদারীর হৃদয়ে !!!

সত্যর সারোবরে শ্বেত রাজহংসের শুভ্র পালকগুলো কালো করে দিচ্ছে মিথ্যার কালিমায় !

কোমল হৃদয়গুলো কেড়ে নিচ্ছে অন্ধ জারজ নিশাচর রক্তপিপাসু ড্রাকুলার মায়াজালে !

পৃথিবীর বুকে প্রতিটি ইঞ্চি মাটি আজ লাল হয়েছে শুষিতের রক্তে ! বিপ্নন মানবতার হাহাকার ধ্বনি সাহারার দিকে দিকে প্রতিধ্বনিত হয়ে মিশে যাচ্ছে সপ্ত আসমানে !

পৃথিবীটা আজ ভয়ংকর জনপথ .........বিষে বিষে নীল হয়ে আছে যার বক্ষ !

পৃথিবীটা হয়ে গেছে আজ ভয়ংকর মৃত্যু উপত্যকা !!!

কিন্তু এমনটাতো হওয়ার কথা ছিলোনা ! কেন ....কেন !!!!!

হে আমার ভাইয়েরা .....তোমাদের আসল হিম্মত কি শুধুই পূর্বপুরুষদের ইতিহাস চর্চায় আর অন্ধকারে সরব গলায় নিষ্ফল হুঙ্কারে ? তোমরা কেন ভয় পাচ্ছ মিথ্যা তাগুত আর গাদ্দারদের ?

তোমরা কি মনে কর জাহিলিয়াতের কিছু বাকি আছে এখনো ?

আজ তোমাদের মাঝে মুহাম্মদ ( স) সেনাপতি নেই কিন্তু তোমরাইতো উম্মতে মুহাম্মদি! উনার সবকিছুই তোমাদের দিয়ে গেছেন ।

খালিদ নেই তারিক নেই কিন্তু তোমরাইত তাঁদের উত্তরসুরি । মুহাম্মদ বিন কাশিম আর বখতিয়ার নেই কিন্তু তাঁদের বিজয় ধ্বনিতো তোমরা ভুলে যাওনি !

তাহলে কেন ? কেন তোমরা স্বেচ্ছায় তোমাদের মনে সত্যের কবাটকে মরিচায় ঢেকে দিচ্ছ ??

কেন আজ জমিনে রক্তাক্ত প্রশ্নের পয়দা করছ ?? কেন অর্পিত কর্তব্য ভুলে তোমাদের জন্য সাজানো নির্ধারিত জান্নাতের সুবাস হারাম করে দিচ্ছ ???

কেন???????

বিষয়: বিবিধ

৯৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223864
২০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
223883
২০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : হুম আবার আমাদের অস্ত্র ধরতে হবে জালিমের বিরুদ্ধে, অত্যাচারির বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে। সময় এসেছে জাগবার সময় এসেছে তলোয়ার হাতে নেওয়ার।
223885
২০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
মনসুর আহামেদ লিখেছেন : আপু, আপনার লেখাটা হৃদ্বয় ছুঁয়ে যায়।
আশাকরি আপনার হাতকে গতিশীল করবেন।
আমরা আরো লেখা আশা করছি।
223886
২০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
মনসুর আহামেদ লিখেছেন : আপু, আপনার লেখাটা হৃদ্বয় ছুঁয়ে যায়।
আশাকরি আপনার হাতকে গতিশীল করবেন।
আমরা আরো লেখা আশা করছি।
235385
১৬ জুন ২০১৪ দুপুর ০২:১১
আরিফা জাহান লিখেছেন : আপনাদের সকল কে ধন্যবাদ কস্ত করে পড়ার জন্য।
235471
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২২
লেখার আকাশ লিখেছেন : আল্লাহপাক আমাদের সবাইকে দৃঢ় ঈমান আর সে আলোতে জেগে ওঠার তৌফিক দিন। ভালো লাগলো অনেক।
235663
১৭ জুন ২০১৪ সকাল ০৫:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
238062
২৩ জুন ২০১৪ রাত ০৮:৩০
আরিফা জাহান লিখেছেন : You are wellcome

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File