বিমূর্ত বেলা
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ২৪ মে, ২০১৭, ০২:৪৫:০৮ রাত
সময় কতো হলো?
আকাশের নীল রঙটা কি এখনো দেখা যায় ?
যে নীলের ব্যাপ্তিতে শুধুই প্রত্যাশার খেলা।
কেন নিস্তব্দ আছো স্থির বাতাসে!
কেন নিজেকে রেখেছো অন্ধকারের গহীনে?
ফিরে এসো চাঁদের আলোয় !
গুলাপ-বেলীর সুবাস এড়িয়ে হৃদয় ঝুঁকেছে অর্কিডে!
বড় অবেলায় !
কেন ভয় পাও ?
মৃত্তিকার উপরে নরম সবুজ ঘাসের বুকেইত আছি !
অদৃশ্য কিংবা মিরাকল নই !
পুষছি আত্মাকে রক্ত-মাংসের খাঁচায় ।
হাজার যুগের পথ মাড়িয়েও বাতাসে চাইবো
শুধুই ভালবাসার গন্ধ ।
কেন ব্যাকুল হও ?
আমার হৃদয়ই পড়ে নিবে ওই দুটি আঁখির
গহন ভাষা !
তোমার নিরব প্রতিটি কথাই আমি সাজাই হৃদয়ের
শব্দ বিন্যাসে ।
ক্রমশ জড়িয়ে আসা নিঃশ্বাসকে রাখি মোহময়
নিঃশব্দের গহীনে ।
সময় কতো হলো ?
আকাশের বুকে এখনো কি আছে নীলের সাথে
সন্ধ্যার প্রগাঢ় আলিঙ্গন ?
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছুটা মৌলবাদী তাই লেখা এবং ছবি
উভয়ই মৌলবাদী হওয়া দরকার। তাই না
আপু।
তার অক্ষমতা,
হাত বাড়ায়
অসাধ্য সাধনে,
খুঁজে ফিরে
হারানো স্মৃতি,
পথে প্রান্তরে
সৈকত কিংবা-
নীল দিগন্তে,
মন কাঁদে-অভিমানে
অজানা বিষাদে,
ব্যথিত হয়
প্রহর গুনে,
স্মৃতিরা ফিরে না
তরী আর ভিড়ে না,
হৃদয়ের বন্দরে
মন কাঁদে.....>>> নীল আকাশটাই দেখা হয়নি...তোমার ভেতরটায় এতো বড় একটা কবি ঘুমায় ! তুমিকি জানো ? এক কথায় অসাধারন পিলাচ।
মন্তব্য করতে লগইন করুন