একটি অসমাপ্ত ভালবাসা (পর্ব ৮)
লিখেছেন লিখেছেন আমিনুল হক ২৪ মে, ২০১৭, ০২:৪৯:১৮ রাত
রাত ১২.৪৫ মিনিটে হানিফ পরিবহনে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলাম। পরদিন ভোরে ঢাকা গিয়ে নামলাম। হাত-মুখ ধুয়ে হালকা নাস্তা করে হোটেলে গিয়ে উঠলাম। সকাল ১০টায় চলে গেলাম ফিংগার দেওয়ার জন্য বাংলাদেশ ইমিগ্রেশন অফিস। দুপুর ১টার দিকে ফ্রি হয়ে হোটেলে ফিরলাম। বিকাল বেলা কিছু শপিং করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিলাম। রাত ১১টার দিকে মামুন পরিবহনে এক তিক্ত অভিক্ষতা নিয়ে সিলেট শহরে পা রাখলাম। সিলেটের বন্দর বাজারে গিয়ে আরও কিছু শফিং করলাম। রাত সাড়ে ১২টার দিকে আবারও রানীদের বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত-মুখ ধুয়ে রাত্রের খাবার খেলাম। সবকিছু শেষে যখনি ঘুমাতে যাব তখনি আমাকে কে জানি ডাকল। আমি এগিয়ে গিয়ে দেখি রানী। জিজ্ঞাসা করল, কেমন আছি, কবে ফ্লাইট ইত্যাদি। আমি জবাব দিয়ে ঘুমানোর উদ্দেশ্যে পা বাড়ালাম, তখনি রানী আবারও বলল, বিদেশ না গেলে হয়না, দেশে থেকে যাও। আমি শুনেও না শুনার ভান করে ঘুমাতে চলে গেলাম। মনে মনে বললাম, রানী তুই সুখে থাকিস, পারলাম না আমি তোর কথা রাখতে।
সারা রাত চোখে ঘুম এলোনা। শুধু একটা কথা মাথায় ঘুরছিল, রানী কেন বলল বিদেশ না যাওয়ার জন্য. ও কি আমায় ভালবাসে। আবার অন্যদিকে চিন্তা করলাম, যদি ভালবাসত তাহলে কেন বলল না। এভাবে চিন্তায় চিন্তায় কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারলাম না। সকালে ঘুম থেকে উঠে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিলাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে যখনি জানতে গেলাম রানী কই তখনি আমার মোবাইলে একটা মেসেজ এল। মেসেজে লেখা ছিল,
তোমাকে বিদায় করতে আসব,
আজকে দেখা না করেই চলে যাও।
আমি তোমার সামনে আসতে পারব না।
ভাল থেক, দোয়া করি।
রানী
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন