নামে মাত্র নাগরিক!

লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ১৭ মে, ২০১৪, ১১:৫৭:১৯ সকাল

নামে মাত্র নাগরিক!
-সাদা কালো মন
বেকার মানুষ কাটে না সময় শুয়ে থাকি সারাক্ষণ বেড়ে
কাজে তো নেয় না কেউ বৃদ্ধ বলে ডেকে
উল্টা সবাই নেয় আমার অধিকারটুকু কেড়ে!
খাবার নাই পেটে সময় চায়না ফুরাতে
কষ্টকর হয়ে গেল পৃথিবীতে বেঁচে থাকতে!
উমরের কথা পড়ছে আজ খুব মনে!
“পুরাতের পাড়ে যদি একটি কাকের মৃত্যু হয়, না খেয়ে
তার জন্য দায়ী থাকবো আমি মহান আল্লাহর কাছে”
এখন কোথায় সেই শাসকদল, সবাই নিজেরটা ঘুচাতে ব্যস্ত
হাজার মানুষ না খেয়ে মরলেও কেউ বাড়াবে না দুই হস্ত!
সেদিন দেখেছি রেল লাইনের পাশে
এক বৃদ্ধ মহিলা, বয়স ৭০-৮০ হবে
ফেলে দেওয়া শাকসবজি আর পলিথিন কুড়াচ্ছে!
কাঁদে নাতো কেউ তাদের জন্য
তারাতো নামে মাত্র নাগরিক!
মানবতা আজ তাদের জন্য গল্পের সোনার হরিণ
নিত্যদিনই হচ্ছে হরণ তাদের অধিকার
আতঁশী কাঁচ দিয়ে খুঁজতে হবে
তাদের জন্য মানবতা কমিশন!
আমরা কি পারি না কেউ এদের সাহায্য করতে?
এরাওতো দেশের জনগণ এরাও চাই বাঁচতে
এমপি-মন্ত্রী, নেতা-কেতাগুলো আসেনা কেন এগিয়ে?
ঝাটার বারি তুদের দেশপ্রেমে যদি জনগণ না খেয়ে মরে!
আসুন সবাই এগিয়ে আসি মানবতার তরে....
বিষয়: বিবিধ
১১৬৮ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন