অভিনন্দন হে ফুটন্ত ফুল অভিনন্দন
লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৭ মে, ২০১৪, ১১:৪৬:৫৪ সকাল
এস এস সি / দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও ভালো ফলাফল অর্জনকারীদের জন্যে রইলো অভিনন্দন ও ভালোবাসা ।
তোমরা হলে একটি বাগানের অজস্র ফুটন্ত ফুল । তোমরা তোমাদের এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে । অবশ্য হ্যাঁ , এই অভিনন্দন সেই সকল এক্সামিনির প্রতি যারা রিয়েল এক্সামিনি ছিল । তাদের প্রতি নয় যারা এক্সামিনি নয় পারফরমার ছিল । রিয়েল এক্সামিনি হয়ে A পাওয়াতেও স্বার্থকতা আছে এবং A এই ঐ পারফরমারদের A+অপেক্ষা অধিক উত্তম ।
সাথে যারা ভাল রেজাল্ট করতে পারে নাই তাদের জন্যে রইলো আগামীর জন্য শুভকামনা ।
তোমাদের জন্য আবারও অভিনন্দন রইলো ।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেন মিষ্টি খান
মন্তব্য করতে লগইন করুন