হৃদয়ে রক্তক্ষরণ | | হৃদয়ের চাওয়া
লিখেছেন লিখেছেন নোমান২৯ ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৪২:৫৮ দুপুর
জনাবা লতীফ সাব | ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শে বিশ্বাসী ভাল কথা | তবে ইসলামকে নিয়ে আপনার এত গা চুলকানি কেন ? ? ?
তবে আপনি একখান ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন |কারণ আপনি আপনার বিদ্ধেষ মনে চেপে রাখেননি | ব্যক্ত করে ফেলছেন | এজন্য ধন্যবাদ |
[আমার কেন জানি মনে হচ্ছে ,আপনি আগামী বছরই হজ্জ্বে যাবেন |]
বিষয়: বিবিধ
১৪৬৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
======================
এটা আবার কোন কুলাঙ্গার? কোন লতিফের বাচ্চারে?
বিদেশ এসে, হজ্বের নামে, তাবলীগের নামে, এসব কথা বলেরে !
বুকের ভিতর আঘাত দিলি, মুসলমানের বাচ্চা তুই !
হজ্বে যাবি না আবার নিউয়র্ক যাবি, বড্ড বড় পাঁজি তুই !
হজ্বে যাই, টাকা ঢালি বিনিময়ে কি পাই জানিস?!
ভাতৃত্ববোধ ত্যাগ ভালোবাসা! দুরে চলে যায় শয়তান ইবলিশ!
মাদ্রাসা মসজিদ বা রাজস্বখাতে টাকা দিলে তুই কি খুশি??আল্লাহ তায়ালা তার চেয়ে বেশি খুশি হয়! দেশের জন্য জীবন কুরবানী তাও তো ঐ হজ্বই শিখায়!!
তুই হজ্বে যাবি ক্যান, কৃপন রে তুই, হজ্বটা করে এসেই দেখ! জান্নাতী ফুল ফুটবে মনে, উঠবে হেসে বুঝবি তখন মনের আবেগ
জান্নাতী ফুল ফুটবে মনে, উঠবি হেসে বুঝবি তখন মনের আবেগ!
সুন্দর বলেছেন|তবে হেতে এক্স হাজী|
পড়লাম আপনার লিখাটি।
ভালো লাগলো।
ধন্যবাদ।
আমরা তো অক্ষম হয়ে পড়ে আছি- তবে আল্লাহতায়ালা সাধারণতঃ এমন অপরাধের শাস্তি না দিয়ে কাউকে দুনিয়া থেকে তুলে নেন না
অপেক্ষা করি... ইনশাআল্লাহ
অপেক্ষা করি... ইনশাআল্লাহ
ধন্যবাদ ভাইয়া|
অপেক্ষা করি... ইনশাআল্লাহ
"আমার কেন জানি মনে হচ্ছে,আপনি আগামী বছরই হজ্জ্বে যাবেন|" অসাম, অসাম। তার আগে উমরাহ্তেও যাইতে পারে।
মন্তব্য করতে লগইন করুন