নাস্তিক(পেইড)/মুক্তমনারা(নামধারী) ইসলামের যতটুকু না ক্ষতি করছে তার চেয়ে বেশী ক্ষতি করছে কুরআন ও হাদীসের অপব্যাখ্যাকারীরা|
লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:১২:২৮ বিকাল
অনলাইনে যাচ্ছেতায়ভাবে ইসলামের উপর আঘাত হেনেছে/হানছে/হানবে কতিপয় পেইড নাস্তিক ও নামধারী মুক্তমনারা|এতদিন এরা আলোচনার বাইরে থাকলেও শাহবাগ আন্দোলন এদেরকে আলোচনায় এনেছে|এদের প্রত্যেক প্রশ্নের উত্তর অনলাইনে ইসলামিস্ট ভাইয়েরা দিলেও এরা ঐ প্রশ্নের উত্তর দেখে বলে মনে হয় না|কারণ এরা প্রকৃত নাস্তিক না|এরা পেইড এবং নামধারী মুক্তমনা,ছদ্মবেশী নাস্তিক|এদের একমাত্র উদ্দেশ্যই কুৎসা রটান এবং আঘাত করা|আর এদের প্রধান অভিযোগসমূহ হচ্ছে-১.ইসলাম নারী অধিকার খর্ব করেছে|২.ইসলাম কেন পুরুষের চার বিয়ের অনুমতি দেয়?৩.বেহেশতে হুরের বিষয় নিয়ে|৪.মহানবীর চরিত্র(আসতাগফিরুল্লাহ)নিয়ে|এদের মধ্যে ১নং টা মিডিয়ার কল্যাণে কিছুটা প্রতিষ্ঠিত হলেও সঠিক না|বাকিগুলো সব অমূলক/অবান্তর প্রশ্ন|যায় হোক|আমার লেখার বিষয়ে আসি|
এতো গেল অনলাইনের দুই গ্রুপের কথা|এখানে আরেক গ্রুপের উতপাত আছে|এরা হচ্ছে ছোট ছোট ইসলামিক দলের পক্ষের অনলাইন দাঈ|যাদের মূল কাজ হল পেটের সংস্থান করা এবং অন্য ইসলামিক দলের /ইসলামিক ব্যক্তিত্ত্বের খুঁত খুঁজে বেড়ান|এর জন্য যদি কুরআনের অর্থের কিঞ্চিত বিকৃতির প্রয়োজন হয় তবে তাও করতে এরা রাজি|এ দেখুন জাকির নায়েকের ফেতনা ধরতে গিয়ে ১ইসলামিক দলের ১টি থানার সাংগঠনিক সম্পাদক সূরা বাকারার ২৬নং আয়াতের কিরুপ ব্যাখ্যা দাঁড় করাল-
<আল্লাহ তায়ালা বলেছেন "তিনি এর তথা কোরানের মাধ্যমে অনেককে বিভ্রান্ত করেন এবং অনেককে হেদায়াত করেন।" সূরা বাকারা।>
[লিংক-এই অ্যাড্রেসে ঘুরে আসেন ]
আর বাকারার ২৬ নং আয়াত ও ব্যাখ্যা হচ্ছে-
আমার মাথাব্যথার বিষয় ঐ ইসলামিক দলের প্রতিও না আবার উনার প্রতিও না|মাথাব্যথা হচ্ছে উনি কিন্তু দাঈ?উনি যদি কুরআনের এমন ব্যাখ্যা দাঁড় করান তবে কি ভবিষ্যতে?
তাই আমাদের মধ্যে যারা ঐ নাস্তিক(পেইড)/মুক্তমনাদের(নামধারী) প্রশ্নের/অভিযোগের জবাব দিয়ে থাকি তাদের উচিত এদের প্রশ্নের/অভিযোগের জবাব না দিয়ে এরকম দাঈ সম্বন্ধে মানুষকে সচেতন করা|এবং সব ইসলামিক দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা|না হয় এরা একসময় ক্ষমতাসীনদের ছায়াতলে গিয়ে ইসলামিক দলের নাম করে কুরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দাঁড় করাবে|
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক শুভেচ্ছা রইলো।
লেখাটি চমৎকার হয়েছে।
জাজাকাল্লাহু খাইর।
আসলে ইসলাম ধংশের জন্য নামধারী মুসলিম মুনাফিক সত্যিই একটা বিরাট নিয়ামক।
হ্যাঁ হ্যাঁ এখানে|
আয়াত নং২৬|
ধন্যবাদ ভাইয়া|
মন্তব্য করতে লগইন করুন