যদি আসত ভেসে যুবক কণ্ঠ অই মিনার থেকে, বহু সমস্যা তব দূর হত সমাজ হতে ।

লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৯ ডিসেম্বর, ২০১৪, ০১:৪২:৪৪ রাত



এক,

অমুক-তমুক পালিয়ে বিয়ে করছে।অতঃপর এটা টক অফ দ্যা এলাকা হয়ে গেছে।তাহারা রীতিমতো তারকা বনে গেছে।নাকচিটকান কথাগুলো তাদের কাছে ভালোই লাগে।ফলে তাহারা গর্ববোধ করে বিভিন্ন উক্তি করিয়া থাকে।যেমন ঃ মোহরানা বেশী হইছে অতএব বিয়ে শক্ত হইছে ! এই টাইপের ।

দুই,

প্রেমকে আমাদের সমাজ কখনো ভাল চোখে দেখেনা । তবে প্রেমিক-প্রেমিকার কীর্তি-কাহিনী রিলেশান উপাখ্যান সময় পেলেই লোকমুখে আলোচিত হয় ।

তিন,

১৭ বছরের সে ছেলেটি দাঁড়ি রাখলে বন্ধুরা বলে , কিরে জংগি হলি কবে ?কিংবা কিরে জেএমবিতে যোগ দিলি লাকি!

কিন্তু সে ছেলে যদি জামার বুক-বোতাম খুলে দিয়ে রাস্তায় হাঁটে বন্ধুরা কোয়েশ্সান করে না , বলে , বস ! শুপার । তোরে যা লাগছেনা ।এক্কেরে সাকিব খান !

আমরা ধর্মভীরু ঠিক আছে।তবে অতিমাত্রায় রস আহরনে ব্যস্ত হওয়ায় ধর্ম নিয়েও হাস্যরস করি। এটা-ওটা বলে হাদিস বলে চালিয়ে দিই।

যাহোক,আমাদের সমাজে যদি বড় কেউ কোন যুবককে নামাযের জন্য আহ্বান করে তবে সোজা উত্তরটা হয় এরকম ,

সময় হোক ।তারপর পড়ব ।আবার এ যুবক যদি কোন ভুল করে তখন বয়সের দোষ বলে হেঁসে উড়িয়ে দিই।এটা আমাদের দেশের আজন্ম নিয়ম হয়ে দাঁড়িয়েছে ।ফলে মসজিদগুলোর মিনার হতে ওয়াক্তে ওয়াক্তে ফাটা কণ্ঠের বেসুরো আজান ধ্বনিত হয়।বুড়োগুলো আজ মুয়াজ্জিনের দ্বায়িত্বে কিংবা আর্থিকভাবে অসচ্ছল কোন যুবক।বুড়োগুলো যুবক বয়সের ছেড়ে দেওয়া নামাজের গুনাহ কাভার করতে আর অই যুবক গুলো আর্থিক অসচ্ছলতার কারণে মসজিদে।ভালবাসার কোন টান নেই মসজিদের প্রতি।ঈশ !যদি আমাদের যুবকরা এ দ্বায়িত্বে আসত।মসজিদের নেতৃত্বে যদি যুবকরা থাকত ।যদি থাকত যুবকদের এমন একটি সংগঠন।যেটা জাতীয় সমস্যাগুলো সমাধানে ঝাপিয়ে পড়ত।প্রতি ওয়াক্তে মিনার হতে বলিষ্ঠ কণ্ঠের আজান ধ্বনিত হত।অনেক সমস্যা তবে দূর হত সমাজ হতে।বের হয়ে আসত ভবিষ্যত নেতৃত্ব ।

বিষয়: বিবিধ

১৫৪৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297796
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:০৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.....শ্রদ্ধেয় সুহৃদ নোমান২৯ ভাইয়া। আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
241175
নোমান২৯ লিখেছেন : ওয়ালাইকুম সালাম ।শ্রদ্ধেয় আপুনি ।আপনার সুন্দর মন্তব্য ওনেক প্রেরণা যোগাবেHappy Happy ।ওন্নেক ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck জাজাকাল্লাহু খাইর।
297807
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:২৪
কাহাফ লিখেছেন :

অত্যন্ত দরদময় উপস্হাপনা! ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান প্রথমেই!
দ্বীন আজ অবহেলার চরম পর্যায়ে!
দুনিয়ামুখীতার করালগ্রাসে দ্বীনের প্রতি আন্তরিকতা নিঃশেষের দিকে!
যদিও এমন করুণ মুহুর্তেই নিবেদিত কিছু মানুষ সাধ্যমত প্রচেষ্টা চালাচ্ছে,তার পরিমাণও খুবই অল্প!
হতাশার তীব্রতা বেড়ে বেড়েই যাচ্ছে!!!
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১১
241176
নোমান২৯ লিখেছেন : সুন্দর মন্তব্য করেছেন ভাইয়াApplause Applause ।ওন্নেক ভাললাগলো Happy Happy ।ধন্যবাদ আপনাকে ভাইয়াGood Luck Good Luck
297820
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৮
হতভাগা লিখেছেন : সবাই ছুটছে অর্থের পিছনে , পার্থিব জীবনটাকে আরামপ্রদ করে গড়ে তোলার জন্য
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১২
241177
নোমান২৯ লিখেছেন : Applause Applause এক্কেরে ক্লিয়ার কাট কমেন্ট।ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৯
241180
নোমান২৯ লিখেছেন : আচ্ছা ! ৪২ নিয়ে কি হিটলারের কোন কাহিনি আছে ?না ওন্য কিছু ? জানিনা তো তাই জিগ্গাসিলুম!Tongue Tongue
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৮
241184
নোমান২৯ লিখেছেন : না ৪২০'র ০টা বাদ গেছে ???কোনটা ?অবগত করবেন কি ?Waiting Waiting
297847
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ লিখাটি ভালো লাগলো
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৩
241178
নোমান২৯ লিখেছেন : আপনার প্রেরণাময় মন্তব্য ওনেক প্রেরণা যোগাবেHappy Happy ।ধন্যবাদ ভাইয়া।Good Luck Good Luck
297861
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
যেখানে তরুন দের ধর্ম পালন করা কে খারাপ মনে করা হয় সেখানে এই অবস্থাই হবে।
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৫
241179
নোমান২৯ লিখেছেন : যেখানে তরুন দের ধর্ম পালন করা কে খারাপ মনে করা হয় সেখানে এই অবস্থাই হবে।Applause Applause সহমত ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়াGood Luck Good Luck Good Luck
297954
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৬
আফরা লিখেছেন : খুবই গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে লিখেছেন ভাইয়া । ভাল ও লেগেছে অনেক । ধন্যবাদ নোমান আপু ।
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৪
241313
নোমান২৯ লিখেছেন : Happy Happy Happy ধন্যবাদ সিনিয়র আপু।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File