যদি আসত ভেসে যুবক কণ্ঠ অই মিনার থেকে, বহু সমস্যা তব দূর হত সমাজ হতে ।
লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৯ ডিসেম্বর, ২০১৪, ০১:৪২:৪৪ রাত

এক,
অমুক-তমুক পালিয়ে বিয়ে করছে।অতঃপর এটা টক অফ দ্যা এলাকা হয়ে গেছে।তাহারা রীতিমতো তারকা বনে গেছে।নাকচিটকান কথাগুলো তাদের কাছে ভালোই লাগে।ফলে তাহারা গর্ববোধ করে বিভিন্ন উক্তি করিয়া থাকে।যেমন ঃ মোহরানা বেশী হইছে অতএব বিয়ে শক্ত হইছে ! এই টাইপের ।
দুই,
প্রেমকে আমাদের সমাজ কখনো ভাল চোখে দেখেনা । তবে প্রেমিক-প্রেমিকার কীর্তি-কাহিনী রিলেশান উপাখ্যান সময় পেলেই লোকমুখে আলোচিত হয় ।
তিন,
১৭ বছরের সে ছেলেটি দাঁড়ি রাখলে বন্ধুরা বলে , কিরে জংগি হলি কবে ?কিংবা কিরে জেএমবিতে যোগ দিলি লাকি!
কিন্তু সে ছেলে যদি জামার বুক-বোতাম খুলে দিয়ে রাস্তায় হাঁটে বন্ধুরা কোয়েশ্সান করে না , বলে , বস ! শুপার । তোরে যা লাগছেনা ।এক্কেরে সাকিব খান !
আমরা ধর্মভীরু ঠিক আছে।তবে অতিমাত্রায় রস আহরনে ব্যস্ত হওয়ায় ধর্ম নিয়েও হাস্যরস করি। এটা-ওটা বলে হাদিস বলে চালিয়ে দিই।
যাহোক,আমাদের সমাজে যদি বড় কেউ কোন যুবককে নামাযের জন্য আহ্বান করে তবে সোজা উত্তরটা হয় এরকম ,
সময় হোক ।তারপর পড়ব ।আবার এ যুবক যদি কোন ভুল করে তখন বয়সের দোষ বলে হেঁসে উড়িয়ে দিই।এটা আমাদের দেশের আজন্ম নিয়ম হয়ে দাঁড়িয়েছে ।ফলে মসজিদগুলোর মিনার হতে ওয়াক্তে ওয়াক্তে ফাটা কণ্ঠের বেসুরো আজান ধ্বনিত হয়।বুড়োগুলো আজ মুয়াজ্জিনের দ্বায়িত্বে কিংবা আর্থিকভাবে অসচ্ছল কোন যুবক।বুড়োগুলো যুবক বয়সের ছেড়ে দেওয়া নামাজের গুনাহ কাভার করতে আর অই যুবক গুলো আর্থিক অসচ্ছলতার কারণে মসজিদে।ভালবাসার কোন টান নেই মসজিদের প্রতি।ঈশ !যদি আমাদের যুবকরা এ দ্বায়িত্বে আসত।মসজিদের নেতৃত্বে যদি যুবকরা থাকত ।যদি থাকত যুবকদের এমন একটি সংগঠন।যেটা জাতীয় সমস্যাগুলো সমাধানে ঝাপিয়ে পড়ত।প্রতি ওয়াক্তে মিনার হতে বলিষ্ঠ কণ্ঠের আজান ধ্বনিত হত।অনেক সমস্যা তবে দূর হত সমাজ হতে।বের হয়ে আসত ভবিষ্যত নেতৃত্ব ।
বিষয়: বিবিধ
১৬৩১ বার পঠিত, ১৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
অত্যন্ত দরদময় উপস্হাপনা! ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান প্রথমেই!
দ্বীন আজ অবহেলার চরম পর্যায়ে!
দুনিয়ামুখীতার করালগ্রাসে দ্বীনের প্রতি আন্তরিকতা নিঃশেষের দিকে!
যদিও এমন করুণ মুহুর্তেই নিবেদিত কিছু মানুষ সাধ্যমত প্রচেষ্টা চালাচ্ছে,তার পরিমাণও খুবই অল্প!
হতাশার তীব্রতা বেড়ে বেড়েই যাচ্ছে!!!
যেখানে তরুন দের ধর্ম পালন করা কে খারাপ মনে করা হয় সেখানে এই অবস্থাই হবে।
মন্তব্য করতে লগইন করুন