বার্ন ইউনিট থেকে বলছি
লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:০৯:৪৫ সন্ধ্যা
বার্ন ইউনিট থেকে বলছি
বার্ন ইউনিট থেকে বলছি
বাসে চেপে ভাবছিলাম সে ছোটবেলার কথা
ভাবতাম তন্বয় হয়ে তাকিয়ে রাস্তা পানে
কিভাবে এ রাস্তা যায় চলে ।
বার্ন ইউনিট থেকে বলছি
ঘুমঘোরে স্বপ্নে ঘুরছি শৈশবে এথাসেথা
হঠাৎ ই আমি ঘুরে আসি এ ধরার চৌকোণে
তারপর কে বা কারা নিয়ে এলে।
বার্ন ইউনিট থেকে বলছি
অনেকেই এসে দেখে যায় বোঝে না সে কি ব্যথা
কাবাবের গন্ধ এখানে ওখানে চারকোনে
তবু জিভ আমার পুরে না জলে।
বার্ন ইউনিট থেকে বলছি
দেখ দেখ সকলে বলছে সে এক রুপকথা
আমি ভাল! তবু বলে চোখ রেখ না দর্পনে
উপহাসে আখি দুটি পুড়ে জ্বলে।
বার্ন ইউনিট থেকে বলছি
চিনবে কি এ আমারে খোকা বা অনুরুপ কথা
হয়ত বা মনে মনে ভাবে যদি দুঃস্বপ্নে....
গোঙ্গানি মাঝে বিড়বিড়ে বলে।
বিষয়: বিবিধ
১৩৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন