মানবতা
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ৩০ এপ্রিল, ২০১৪, ০৫:৫৩:০৯ বিকাল
মানবতা তুমি কি শুধু নেতা-নেত্রীর মুখে বন্দী
আসবে না কবু বাস্তবে?
মানবতা তুমি এখন গল্পের সোনার হরিণ
তোমাকে খুঁজতে লাগবে আতশী আর অনুবীক্ষণ।
মানবতা তুমাকে খুজি শহর-নগর-গ্রামে
তুমি এখন বন্দী অদৃশ্য এক ফ্রেমে!
যেখানে মানুষ ঘুমিয়ে থাকে কুকুরের সাথে
শত শত শিশু অপুষ্টিতে ভোগে বস্তিতে
যেখানে লোকেরা খাবার খায় ডাস্টবিন থেকে
যেখানে দ্বারে দ্বারে ঘুরে ঘুরে সাহায্য চায় বয়োবৃদ্ধরা
সেখানে কি করে খুঁজে পাবো মানবতাকে
যেখানে মানুষকে নিরপরাধে ফাঁসিতে ঝুলানো হয়
যেখানে নির্বিচারে মানুষকে গুলি করা হয়
লাশের উপর নৃত্য করা হয়
সেখানে কি মানবতা জটিল হাস্যকর ভুলি নয়?
যেখানে শত শত লোক নিরপরাধে বন্দী থাকে জেলখানাতে
সেখানেই অনেক ফারাক আগের আর এখকার মানবতাতে,
মানবতা তুমি এখন অবৈধ একটি শব্দ-
কারণ তুমি এখন ক্ষমতা লোভী কিছু ডাইনীর হাতে বন্দী
বিষয়: বিবিধ
২৭৮১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানবতা আজ পিস্তলের নালা
বার বার দেওয়া শত শত ওয়াদা
অবশেষে সব যেন রয়ে যায়!
অনেক ধন্যবাদ
মানবতা সে তো আজ আওয়ামী বস্তায় বন্দি!
সুন্দর ছন্দময় কমেন্ট করার জন্য ধন্যবাদ....
আর এই রকম ভুল হতেই পারে, কী-বোর্ডে মাঝে মাঝে হাতের চাপ যদি ভালো করে না পড়ে তাহলে এই ভূল হয়। সমস্যা নাই আমি বুঝতে পারলেই হলো..। নোমান ভাই
ধন্যবাদ...
মন্তব্য করতে লগইন করুন