# রোজকার খবর

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ এপ্রিল, ২০১৪, ০৫:৫৬:১৮ বিকাল



শীতলক্ষ্যায় যাচ্ছে ভেসে

তিনটা মৃত দেহ

কোথা হতে আসল ভেসে

জানলনা আর কেহ।

রোজইতো শুনছি এমন

জীবন মৃত্যুর খেলা

কে রাখছে খবর

কার পড়েছে ঠেলা।

কার পুড়ছে কপাল

কে হারাল স্বজন

কেউ নিলনা খবর

কি এমন প্রয়োজন।

নদীর কিসের দায়

জড়াবে কেন জালে

লাশগুলো ঠিক তাই

ভাসল পচে গলে।

[ 30 Apr, 2014 বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত তিন মৃতদেহ ভাসতে দেখা গেছে।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে পুলিশ একজনের মৃতদেহ উদ্ধার করেছে। বাকি দুই মৃতদেহ উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলামেইল]

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215503
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : লাশের দেশ বাংলাদেশ
যেখানে যাবেন লাশ পাবেন
ঘরে থাকলে নিজেও লাশ হবেন
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৫
163888
বাকপ্রবাস লিখেছেন : যামু কই
215505
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১২
সন্ধাতারা লিখেছেন : It is a big shame for govt. I do appreciate your nice writing.
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৫
163889
বাকপ্রবাস লিখেছেন : Thank you sir
215523
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
শেখের পোলা লিখেছেন : চেতন ওড়ে আকাশে, চেতন ভাসে জলে,
গন্ধ যদি ছড়ায় তবেই চেতন তাকে বলে৷
চেতন মোদের যতন করে গঙ্গাজলে ধোওয়া,
চেতনেরে ভেবোনাকো ছেলের হাতের মোওয়া৷
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৫
163890
বাকপ্রবাস লিখেছেন : আমারে এক কেজি চেতনা দেনচাই
215536
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
Sada Kalo Mon লিখেছেন : বাংলাদেশটা ধরল এখন
মৃত্যুপুরীর বেশ
গুম, হত্যা, নির্যাতনে
পুরা দেশটা শেষ
দিবা-নিশি নাই মানুষের
শান্তির মাত্র রেশ!
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৬
163892
বাকপ্রবাস লিখেছেন : যামু কই?
০১ মে ২০১৪ সকাল ০৮:০৩
163991
Sada Kalo Mon লিখেছেন : কই যাবেন, যেহানে আছেন সেহানেই থাইকা যান, ভাঙ্গাদেশ কি আর করমু....Tongue Tongue
215542
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
সবুজেরসিড়ি লিখেছেন : কি হচ্ছে এগুলা প্রতিদিন সংবাদপত্র খুললেই একই সংবাদ গুম , খুন, অপহরণ, লাশ নদীতে ভাসছে . . .
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৬
163893
বাকপ্রবাস লিখেছেন : দাদাদের অশির্বাদ
215565
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:১১
নানা ভাই লিখেছেন : শীতলক্ষ্যার লাশ কাউন্সিলর নজরুল ইসলামসহ ছয়জনের।
শেখ হাসিনার লাশের দেশ ডিজিটাল বাংলাদেশ। Rolling Eyes
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৭
163894
বাকপ্রবাস লিখেছেন : হেতিরে ভগবান উঠায় নেয়না ক্যা
215566
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:১১
215594
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:১২
পুস্পিতা লিখেছেন : এভাবেই ভারত-হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বানাচ্ছে!
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৮
163895
বাকপ্রবাস লিখেছেন : আমাগো কপাল পুড়া দেশীয় ভারতিরা খুব মজায় আছে
215644
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিতলক্ষায় লাশ তবুও ভেসে উঠে। কত জায়গায় তা ভেসেও উঠেনা।
০১ মে ২০১৪ রাত ১২:৪০
163931
বাকপ্রবাস লিখেছেন : যার যায় সে বুঝে..........

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File