তারা কবি
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ১৫ এপ্রিল, ২০১৪, ০৪:৫৫:৫১ বিকাল
তারাই পারে- কলমের খোঁচায়
চরণে চরণে ফুটিয়ে তুলতে সুন্দর এক পৃথিবীর ছবি।
কারণ তারা কবি!
তারাই পারে- সাধারণ কিছু কথাকে
অসাধারণভাবে মানুষে কাছে ফুঠিয়ে তুলতে।
কারণ তারা কবি!
তারাই পারে- মানুষের আবেগকে
আপ্লুত করার ভঙ্গিমায় প্রকাশ করতে।
কারণ তারা কবি!
তারাই পারে- ছন্দে ছন্দে
মানুষের মনে অন্যরকম এক আনন্দ দিতে।
কারণ তারা কবি!
তারাই পারে- মানুষের মনের রঙিন স্বপ্নগুলোকে
উপমায় উপমিত করে জনসম্মুখে ব্যক্ত করতে।
কারণ তারা কবি!
তারাই পারে- মানুষের বিবেগের মাঝে
নিরব বিপ্লব ঘটাতে।
কারণ তারা কবি!
বিষয়: সাহিত্য
১৩২৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারাই পারে জাগ্রত জনতার
প্রতিবাদী কন্ঠ একীভূত করতে
কারন তারা কবি।
তারাই পারে প্রিয়ার খোপায়
রক্তগোলাপ গুঁজে দিতে আবেগে
কারন তারা কবি।
তারাই পারে-আসমান থেকে জমিন
সব সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে
কারন তারা কবি।
ভালো লাগলো আপনার কবিতা লেখার ঢংটি...
কাব্যিকরূপে ছন্দে ছন্দে রং মেখে
অনুভুতিগুলোকে পারিনা করতে বিকাশিত,
আমার মাঝে কিভাবে থাকলো কবিত্ব!
ধন্যবাদ আপনাকে..
ছিড়ে আনতে রশ্নি
সেই রশ্নির আলো দিয়ে
মালা গাঁতে গিঁন্নি ।
তারা পারে সবি
কারণ তারা কবি!
কিন্তু আমি না,
কিচ্ছু পারি না।
অনেক ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য
আপনার লেখানিয়ে আমাকে ভাবাতে
কারন আপনিও কবি।
আপনাকে অনেক ধন্যবাদ..
যারা কবিদের সব যাদুকরী বিষয়গুলো কাব্যর ভাষায় শব্দ বুনে বুনে রচনা করতে পারে এত বড় একটি কবিতা।
কারন
তারা কবি।
ধন্যবাদ। ভাল লাগল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ....
কারণ আপনিও কবি!!!
সুন্দর!!!
কবিতা সুন্দর হয়েছে।
আপনার লেখাটা যদি কবিতা হয় ,
আপনিও কি তাই নয়?
মন্তব্য করতে লগইন করুন