মায়ের শূন্যতা
লিখেছেন লিখেছেন সালাহ খান ১৫ এপ্রিল, ২০১৪, ০৫:০৬:০৯ বিকাল
ঘুম পাড়ানি গল্প মাগো
শোনায় না যে কেউ ।
কেমনে থাকি একা ঘরে
প্রানে ব্যথার ঢেউ ।
দিন শেষে ঘুমের দেশে
দেখি যখন স্বপন ।
তোমার কথা ভেবে ভেবে
বাড়ে বুকের কাঁপন ।
ঘুম শেষে আনমনে
যখন উঠি জেগে ।
তুমি ছাড়া শুন্য ঘরে
কেমন যেন লাগে ।
বেঁচে আছি মাগো আমি
তোমার ছবি এঁকে ।
আস যদি কভূ তুমি
জীবন চলার বাঁকে ।
বিষয়: সাহিত্য
১৬৩৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মা মানেই আবেগের চূড়ায় অবস্থান করা প্রিয়তম একজন। আর তাকে ঘিরেই যদি এমন কবিতা হয় তবে কি আর প্রবাসী মন উচাটন না হয়ে পারে। ভাইরে প্রবাসে প্রিয় মাকে অনেক অনেক মিস করি যা লেখনীর ভাষায় প্রকাশ করা ব্যার্থ চেষ্টা মাত্র। মাকে নিয়ে কবিতা ভালো হইছে।
কেমন যেন লাগে ।
বেঁচে আছি মাগো আমি
তোমার ছবি এঁকে
অসম্ভব ভালো লাগলো পড়ে।
মন্তব্য করতে লগইন করুন