মায়ের শূন্যতা

লিখেছেন লিখেছেন সালাহ খান ১৫ এপ্রিল, ২০১৪, ০৫:০৬:০৯ বিকাল

ঘুম পাড়ানি গল্প মাগো

শোনায় না যে কেউ ।

কেমনে থাকি একা ঘরে

প্রানে ব্যথার ঢেউ ।

দিন শেষে ঘুমের দেশে

দেখি যখন স্বপন ।

তোমার কথা ভেবে ভেবে

বাড়ে বুকের কাঁপন ।

ঘুম শেষে আনমনে

যখন উঠি জেগে ।

তুমি ছাড়া শুন্য ঘরে

কেমন যেন লাগে ।

বেঁচে আছি মাগো আমি

তোমার ছবি এঁকে ।

আস যদি কভূ তুমি

জীবন চলার বাঁকে ।

বিষয়: সাহিত্য

১৬৩৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208264
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৩
প্রবাসী আশরাফ লিখেছেন :
মা মানেই আবেগের চূড়ায় অবস্থান করা প্রিয়তম একজন। আর তাকে ঘিরেই যদি এমন কবিতা হয় তবে কি আর প্রবাসী মন উচাটন না হয়ে পারে। ভাইরে প্রবাসে প্রিয় মাকে অনেক অনেক মিস করি যা লেখনীর ভাষায় প্রকাশ করা ব্যার্থ চেষ্টা মাত্র। মাকে নিয়ে কবিতা ভালো হইছে। Rose
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৫
157982
সালাহ খান লিখেছেন : মায়ের শূন্যতা যে কি তা , বোঝানোর ভাষা নেই । মায়ের প্রতি ভালবাসা দেখে আমারও মনটা ভরে গেল শুভেচ্ছা জানবেন
208267
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪০
জেদ্দাবাসী লিখেছেন : কবিতার ছন্দের মিল অসাধারন Rose Thumbs Up
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৫
157983
সালাহ খান লিখেছেন : আলহামদুলিল্লাহ । অনেক অনেক ভালবাসা রইল
208272
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪২
ফেরারী মন লিখেছেন : তুমি ছাড়া শুন্য ঘরে
কেমন যেন লাগে ।
বেঁচে আছি মাগো আমি
তোমার ছবি এঁকে

অসম্ভব ভালো লাগলো পড়ে।
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৬
157984
সালাহ খান লিখেছেন : আলহামদুলিল্লাহ । আল্লাহ কবুল করুন আর আপনার প্রতিও রইল অনেক শুভাশা
208293
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : মায়ের জন্য লিখা এই কবিতাটি অনেক ভালো হয়েছে।
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৭
157985
সালাহ খান লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার ভাল লাগা প্রেরনা হয়ে থাকলো । শুভেচ্ছা জানবেন ।
208301
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুব সুন্দর এবং মনকাড়ানো কবিতা Rose Good Luck Rose তবে শেষের ২ লাইন মনেহয় আক্বিদা'র দিকথেকে একটু সাংঘর্ষিক।
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৮
157986
সালাহ খান লিখেছেন : আলহামদুলিল্লাহ । আসলে শেষের দু' লাইন আমি সে অর্থে ব্যবহার করিনি । শুধু শূন্যতা বুঝাতে চেয়েছি
208316
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... আবেগে আপ্লুত হয়ে পড়লাম। Sad
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৯
157987
সালাহ খান লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার আবেগকে আল্লাহ আমার সামনে চলার শক্তি হিসেবে কবুল করেন । আর আমার আম্মুর সাথে সবার আম্মুর জন্যই রইল শুভ কামনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File