নারীর মান
লিখেছেন লিখেছেন সালাহ খান ০৮ মার্চ, ২০১৪, ১১:৩৭:১১ রাত
মরুতে ছিল নিত্য কলহ
ছিল অশান্তি ।
তোমার তরে দূর বিরহ
এল প্রশান্তি ।
নারীর প্রতি নির্যাতন
হুত নিয়মিত ।
আনলে তুমি পরিবর্তন
শত পরিমিত ।
কাউকে দিলে মায়ের দাম
কাউকে প্রিয় বোনের ।
কাউকে দিলে মেয়ের নাম
কাউকে প্রান বধুর ।
মায়ের পায়ের নীচে তুমি -
বললে জান্নাত ।
মেয়ের গড়ার পিছে মিলে
তোমার সাক্ষাৎ ।
মিষ্টি মেয়ে জ্যান্ত গোরে
দিত তারা ফেলে ।
তুমি এসে ক্ষান্ত করে
নিলে বুকে তুলে ।
বিষয়: সাহিত্য
১১২২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন