তোমার নামে
লিখেছেন লিখেছেন সালাহ খান ২৮ এপ্রিল, ২০১৪, ০৩:৪৯:০৪ দুপুর
তোমার নামে কবিতা লিখন
ভাল লাগে ।
তোমার নামে গাইলে গান
প্রান জাগে ।
তোমার নামে সকাল বেলা
কুসুম বাগে ।
ভোরের পাখি করেযে খেলা
সবার আগে ।
তোমার নামে গায়ের বধু
সুর তুলে ।
কুরআন পড়ে দিয়ে মধু
প্রান খুলে ।
তোমার নামে যায় কৃষাণ
ধানের চাষে ।
নতুন ধানে কৃষক মন
জুড়ায় শেষে ।
বিষয়: সাহিত্য
১৩১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন