ব্লগার পুস্পিতা’র পোষ্টকৃত ব্লগে আমার কম্পিউটারে এটা কি সিগনেল দিলো?
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২৮ এপ্রিল, ২০১৪, ০৪:২০:৩৭ বিকাল
বিখ্যাত ব্লগার পুস্পিতা আজকে একটি ব্লগ পোস্ট করেছেন। তার ব্লগের শিরোনাম ছিল- সাংবাদিক নামের এই অকর্মাদের পত্রিকাগুলো বেতন দেয় কি জন্য?!
ভিতরের মূল বডি অর্থাৎ মুল বক্তব্যেতে বাংলাদেশের কয়েকটি জাতীয় পত্রিকার লিংক দেয়া আছে। আমি ব্লগটি পড়ে "এর পর প্রকাশ করলো দৈনিক কালের কন্ঠ" পত্রিকার লিংকে ক্লিক করার সাথেই সাথেই আমার কম্পিউটারে ইনস্টল করা কপি রাইট এন্টি ভাইরাস সফটওয়ারটি এক্টিভেট হয়ে গাড় মটকে দেয়ার মত ওয়েব সাইটতে ভাইরাস পাওয়ার কারণে থামিয়ে দিল।
এখন প্রশ্ন হলো কালের কন্ঠ কিংবা তাদের সম গোত্রীয় পত্রিকাওয়ালা কাজে কর্মে যেমন চৌদ্দ নাম্বারী করে প্রতিবেশী ল্যান্ডিয়ানদের ঐচ্চিষ্ট খেয়ে সব সময় নোংরামী চড়ায়। তেমনি সাইবার জগতেও কি তারা কম্পিউটার ভাইরাস চড়িয়ে একই ধরনের কুকাম চালু রাখার কন্ট্রাক নিয়েছে আন্তর্জাতিক সাইবার ক্রিমিনাল তথা ভাইরাস নির্মাতাদের পক্ষ থেকে?
বিষয়: বিবিধ
১৬৯১ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাম ছাগাল কোথাকার! এরা আসলে নাপিতের বাচ্চা নাপিত।
আপনের সন্দেহ জাগলে পিকুলিয়ার মানব থেইক্যা এক্কান তাবিজ এবং এক গ্লাস পানি পড়া নিয়েন।
পানিপড়া খাওনের তরিকা অইলো গ্লাসের ভিত্রে নিবেন দশ ভাগের নয় ভাগ। এবং গ্লাসের বিপরীত দিকে তলাতে নিবেন বাকী দশ ভাগের এক ভাগ। সেবনের সময় খেয়াল রাখবেন যেন তলার পানি আগে পান করা হয়। এক ফোটাও যেন পড়ে না যায়। অন্যথায় ফলাফল জিরু।
আরে ভাই আমার নামেই বুইঝবার কথা ভালা মানুষ না। গ্যাঞ্জাম! শুধু গ্যাঞ্জাম লাগাই আমি। ডাইলের কন্ঠ!!! জব্বর এক্কান নাম দিলেন তো!! অহহো মুই তো খেয়াল করি ন আপনাগো আসে পাশে জব্বর মিয়ার বলি খেয়া চলছে!!
মিয়া মুই কি চেমি চাগল নি? ব্লগ প্রসব করমু? মোর ছবি দেইখ্যা বুইঝবার ন পারিলে চশমাডারে উল্ডাইয়া লাগান।
ধন্যবাদ আপনেরে ব্লগে উকি দেওনের লিগ্যা
মন্তব্য করতে লগইন করুন