খুব সুন্দর কয়েকটি উর্দু গান শুনে আমার ভাল লেগেছে।

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫০:০৪ সন্ধ্যা

ইন্ডিয়ান মুসলিম ছেলেটির খুব সুন্দর একটি গান।




পাকিস্তানী ছেলেটির সাড়া জাগানো একটি গান।




ছোট্ট মেয়েটির কন্ঠ খুব সুন্দর এবং গানের কথাগুলোও ভাল।




মহাকবি ড. ইকবালের সাড়া জাগানো সেই ঐতিহাসিক তারানা


বিষয়: বিবিধ

২১০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341885
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
341899
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
শেখের পোলা লিখেছেন : গ্যাঞ্জাম লাগাইয়া দিলেনতো৷ বঙ্গবন্ধুর গান থাকলে দেন৷শত্রুদের গান শোনা ভাল না৷আমাদের ইমাম সাহেব কইছেন উর্দূ আমরা পছন্দ করিনা৷ তবে যদি এমন হয়;-'আরব আমার ভারত আমার চীনও আমার নয়ক পর/বিশ্বজোড়া মুসলীম আমি সারাটি জাহানে বেঁধেছি ঘর৷কিংবা যদি এমন হয়;-আস সীনো লানা অয়াল আরব লানা,ওয়াল হিন্দো লানা,ওয়াল কুল্লো লানা/আজহাল ইসলামো লানা দীনান,অ জামিয়ুল কোওনো লানা অয়াতানা৷'তাহলে আপত্তি নাইকা৷ গান গুলো মাশাআল্লাহ সুন্দর৷
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
283240
শেখের পোলা লিখেছেন : জাকির নায়েকের মাহফীলে হেতির কবিতা মুই হুনছি৷ কাছে পাইলে একডু আদর কইরা দিতাম৷ আল্লায় হ্যারে নাজাত দিক৷ থাঙ্কু৷
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
283241
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ঠিক আছে, গ্যাঞ্জাম লাইগলে শত্রুদের কথাবার্তায় কান দেওনের দরকার নেই। বাদ দেন ওসব। ব্যঙ্গবন্ধু কুনো দিন গীত গাইছিল হেই কথা ত মুই হুনি ন। আন্নের কাছে বঙ্গবন্ধু কুনো গীত থাইকলে আমাগোরে হুনাইতে হারেন। তয় বঙ্গবন্ধুর বঙ্গকন্যা দেশ রত্বের মুহাব্বতের মুলকের রাজস্থান রাজ্যের এক বেডির গান হুনতে পারেন। এই বেডি নাকি ব্রাহ্মণ খান্দানে পয়দা অইছে। মাগার হেতি এসব কিতা কয়? হেতির নাম লতা হায়া, একবার হুনিয়া দেখেন তো হেতি এসব কিতা কয়!!

341900
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খাইসে!! গ্যাঞ্জামেও দেখি গান শুনে!
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
283238
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হুম! গতকাল পেরোডা রুটি এবং রং চা দিয়ে যা খাইছি না, তাতে আরো অনেক গান শুধু শুনা নয় বরং গাওনের হিম্মত হাসিল করছি মশাই!
341922
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩২
নাবিক লিখেছেন : এইসব কি? ঝাকানাকা কিছু থাকলে দ্যান.. Hot
341960
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:০০
কাহাফ লিখেছেন : অংশ বিশেষ করে শুনলাম,সুযোগমত পুরোটা শুনবো ইনশা আল্লাহ! ভাল লেগেছে,তবে সব গুলো ই অনেক ভাল লেগেছে এমন বলতে পারছি না!
ধন্যবাদ ও জাযাকাল্লাহ!!
354001
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
361450
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ থাকল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File