টুডে ব্লগ আবারো বন্ধ!!! ইট মারলে পাটকেলটিও খাওয়ার জন্য প্রস্তুত থাকা ভাল।
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১০ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০১:১২ বিকাল
আওয়ামী লীগ সরকার আবারো নাকি টুডে ব্লগের ডোমেইন বাংলাদেশে ব্লক করে দিয়েছে। মনে হচ্ছে তাদের হুশজ্ঞান বা আক্কেলজ্ঞান দিন দিন কমে যাচ্ছে।
কোন ভূমিকা ছাড়াই একটি কথা সবাইকে স্মরণ করিয়ে দেয়া প্রয়োজন। যাতে করে সংশ্লিষ্ট সবাই সতর্ক হতে পারে।
গাজায় যখন ইস্রাইলী নরপিচাশরা আয়রন ডোমের আঘাতে লন্ডভন্ড করে দিচ্ছিল ফিলিস্তিনের জনপথ থেকে শুরু করে ঘরবাড়ী দালান কোটা সব। তখন ইয়াহুদীবাদী জায়নিষ্ট ইস্রাইলীদের ভার্চুয়াল ভূখন্ডও আর অরক্ষিত ছিলনা। একের পর এক তাদের রাষ্ট্রীয় এবং সরকারী বেসরকারী গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের অধিকাংশ ওয়েব সাইট হ্যাক করে লন্ডভন্ড করে দিয়েছিল অনলাইন বেইসড ফিলিস্তিনি মজলুমদের প্রতি সহানূভূতিশীল এনোনিমাস হ্যাকার গ্রুপের সদস্যসহ অনেক স্বাধীন হ্যাকার।
মাইক্রোসপ্টের তৈরী স্কাইপির মত অতি সিকিউরড মেসেঞ্জারের তথ্য পর্যন্ত ফাস করে দিয়েছিল আরেকটি হ্যাকার দল। এমনকি বাংলাদেশের প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারকের অনৈতিক কর্মকান্ডের জারিঝুৃড়ি ফাস করে দিয়েছিল। এমনি আরো অনেক ভূরি ভূরি উদাহরণ দেয়া যায়।
আমার কেমন যেন সন্দেহ হচ্ছে অবৈধভাবে ক্ষমতায় আকড়ে থাকা আওয়ামী সরকার কর্তৃক টুডেব্লগ বার বার বন্ধ করে দেয়ার ফলে কোন সংক্ষুব্ধু ব্যক্তি বা গ্রুপ একজোট হয়ে সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েব সাইট হ্যাক করা শুরু করলে তখন আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না।
অবশ্য আমি নিজেও এসব অনৈতিক কাজকে সমর্থন করি না। সরকারী সম্পদ হচ্ছে দেশের ষোল কোটি জনগনের সম্পদ। এসব সম্পদের পাহারা দেয়া সমস্ত নাগরিকের দায়িত্ব। কিন্তু আওয়ামী লীগ সরকারের গর্হিত অন্যায় কাজের প্রতিবাদ করতে গিয়ে কেউ যদি সরকারী প্রতিষ্ঠানের বা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব সাইট হ্যাক করা শুরু করে তখন তাদের বারণ করা যাবে কোন যুক্তিতে? দেশ বিদেশে অনেক দক্ষ হ্যাকার থাকা বিচিত্র কিছু নয়!! কিছু হ্যাকাররা যদি একজোট হয়ে ইস্রাইলী বর্বতার প্রতিবাদের অবিকল মঞ্চায়ন আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু করে তখন কি পরিস্থিতি সামাল দেয়া সহজ হবে? সংশ্লিষ্ট সকলের শুভবুদ্ধির উদয় হোক- এই কামনায় শেষ করছি।
বিষয়: বিবিধ
১৭১৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে সুন্দর পোষ্টটির জন্য।
এতে আমাদের লড়াইয়ের যোগ্যতা বাড়ছে
ধরে নেয়া যায় এ যেন এক যুদ্ধ-মহড়া
চূড়ান্ত যুদ্ধে বিজয়ের শপথকে শাণিত করার প্রশিক্ষণ
তাই আজ থেকে স্লোগান হোক ---
দা ব্ল্লম হাতে ধর
জামাতি তালেবান বিদায় কর
টুডে ব্লগ নিয়া গ্যাঞ্জাম লাগানর পিছনে যপারা আছে তারা যে আসলে নাস্তিক এর দল তাতে সন্দেহর কোন কারন নাই। যারা তাল-বেতাল এর মত ভর করেছে সরকারের কাঁধে।
বহুদিন যাবত কমেডী-পোষ্ট পাচ্ছি না! কি কারণ?
আপুর সাথে একমত ।
আপুর সাথে একমত ।
আপুর সাথে একমত ।
গ্যাঞ্জাম ভাইয়ের সাথে একমত।
মন্তব্য করতে লগইন করুন