কোথায় যাচ্ছে ডিজিটাল প্রজন্মের প্রগতিশীলদের উত্তরসূরীরা?

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৪৪:২৯ সন্ধ্যা



ছবিটা এতোটাই ডিস্টার্বিং যে সরাসরি তাকানোই যাচ্ছে না। ছোট ছোট বাচ্চাদের চোখে মুখের এই রক্তারক্তি পর্যায়ের নিষ্ঠুরতা এমনই কন্ট্রাস্ট যে বার বার চোখ সরিয়ে নিতে হচ্ছে...

জি এরা আপনাদের 'Pro-গতিশীল' শিক্ষা(!) প্রতিষ্ঠানগুলোরই অত্যাধুনিক মান নিয়ন্ত্রিত 'প্রডাক্টিভ' আউটপুট। ঠিক যেমনটা আপনারা চেয়েছিলেন। এদের প্রস্তুত প্রক্রিয়ায় আপনারা কোনো প্রকার খুঁতই রাখেননি। সময়গুলোকেও নির্ধারন করেছেন ঠিক ঠাক। 'শিক্ষা' এদের মগজে ঢুকুক আর নাই ঢুকুক, এরা নিজেরাই ঠিক নির্দিষ্ট সময়ে 'সেরেলাক', 'হরলিক্স' হয়ে 'বেন্সন এন্ড হ্যাজেস' এর কাস্টমার লিস্টে ঢুকে পড়ছে। ঠিক নির্দিষ্ট সময়েই পর্ণগ্রাফি ধরছে, এরপর গার্ল ফ্রেন্ড এবং এর ধারাবাহিকতায় অবাধ যৌনতা থেকে এরা বঞ্চিত হচ্ছে না মোটেই। ফেন্সিডিল-ইয়াবার মত লুকায়িত নন ব্র্যান্ড অধ্যায় পার করার, এরপর 'স্কচ' ব্র্যান্ডগুলোর সাথে পরিচিত হওয়ার এবং আগেরগুলোকে 'সস্তা নেশা' বলে আখ্যা দিয়ে প্রকাশ্যে নিজেদের জাত রক্ষার বয়সও নির্ধারিত। কোন বয়সে এরা 'টম এন্ড জেরি' দেখে উত্তেজিত হবে আর কোন বয়সে জিমি হেন্ড্রিক্স, ড্রিম-থিয়েটারের প্রেমে পড়বে আর জিম মরিসনের ভাষায় চিৎকার করে "Father...!!! I want to kill you" বলে কল্পনায় নিজেকে 'এন অ্যামেরিকান পয়েট' ভেবে তৃপ্তি পাবে সেটাও প্রেডিক্টেবল। পলিটিকাল ফিলোসফি বুঝক আর নাই বুঝক চে গুয়েভারার টি-শার্ট না কিনলে যে স্মার্ট হওয়া সম্ভব না এই বুঝটা কিন্তু তারা ঠিক সময়মতই পাচ্ছে। আর এসব 'শিক্ষা' প্রতিষ্ঠানে পড়েও যারা এর বেতিক্রম তারা আপনাদের Q/C তে রিজেক্টেড এবং অন্যরা এদের উপাধি দিচ্ছে 'বলদ'। সত্য করে বলুন তো কেউকি এই প্রকৃয়াগুলোকে অস্বীকার করতে পারবেন কিনা?

ফেইসবুক থেকে সংগৃহীত

এখানে লিংক দেয় আছে।

সরাসরি ফেইসবুকের লিংক

বিষয়: বিবিধ

১৮৩৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267905
২৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
মামুন লিখেছেন : সহমত আপনার সাথে।
খুবই দুঃখজনক।
তবে এ থেকে উত্তরণের জন্য পারিবারিক হস্তক্ষেপ ছাড়া আর কোনো পথ কি রয়েছে?
অনেক ধন্যবাদ সুন্দর বিষয়টি তুলে ধরার জন্য।
শুভেচ্ছা রইলো। Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
267916
২৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্কুল কলেজের মাস্টার রাও শিখাচ্ছেন যা। পরিবারে শিক্ষা পাচ্ছেন যা সব মিলিয়ে এরকম ডিজিটাল ছাড়া আর কি হবে!!!
267921
২৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
আফরা লিখেছেন : ডিজিটাল শিক্ষার উজ্বল নমুনা মাত্র ।
267934
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৯
বিদ্যালো১ লিখেছেন : না, অস্বীকার করতে পারলাম না। এটা সাধারন একটা চিত্র। আল্লাহ আমাদের এই চিত্র থেকে রক্ষা করুক
267941
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৯
শেখের পোলা লিখেছেন : অস্বীকার কেমনে করবেন? এরাই আমাদের ভবিষ্যত চাওয়া পাওয়া৷ এরাইতো ৯৫%মুসলীমের ভবিষ্যত বংশধর৷ আমাদের মত লেংড়া লুলাদের পালকী৷
267945
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৯
বুড়া মিয়া লিখেছেন : এর থেকে বাচতে বৈদেশিক-সাংস্কৃতিক-মিডিয়ার উপর নিয়ন্ত্রণ জরুরী; তবে মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবেই জেনেশুনে এসব দিয়ে ছেলে-পেলেগুলোকে ওভাবেই (অ)মানুষ হিসেবে গড়ে তুলছে ...
267952
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২১
ফেরারী মন লিখেছেন : এগুলো হবেই। ছেলেপেলে ক্যারাতে শিখবে না? Big Grin Big Grin
268053
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:২২
কাহাফ লিখেছেন :
এর জন্য দায়ী কারা........?
দায়ী বর্তমান সমাজ।
দায়ী সমাজ নির্মাতা গোষ্ঠি।
দায়ী অভিভাবক সমাজ।
দায়ী আমি আমরা সকলে............।
বিষয়টি আলোচনার জন্য অনেক ধন্যবাদ । <)Happy
268066
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৪
দ্য স্লেভ লিখেছেন : যেই লিখুক অত্যন্ত ভয়াবহ বিষয়টিই তুলে ধরল। এটা বেশ আগেই দেখেছি কিন্তু এখন এটা শিল্পগুন সমৃদ্ধ
১০
268212
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতে শিষ্টাচারের কোন চর্চাই নাই। একজন বলেছিল, 'টাকা পিতার আর ছেলেকে বেয়াদব বানাবার দায়িত্ব বিদ্যালয়ের'। বর্তমানে আমাদের ক্লিন চেহারার শিক্ষামন্ত্রী আসার পর থেকে সকল স্কুলেই ভ্রদ্রতা বিদায় নিয়েছে। ইতর প্রকৃতির ছাত্র তৈরী করাই যেন আধুনিক মানুষ বানাবার মূল লক্ষ্য। অনেক ধন্যবাদ
১১
268364
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৬
বৃত্তের বাইরে লিখেছেন : এরাই ক্যাম্পাসে রামদা,চাপাতি নিয়ে দাদাগিরি করা ভবিষ্যৎ উত্তরসূরি। ধন্যবাদ আপনাকে।
১২
269516
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা। চারিদিকে যৌনতা, অবিচার দেখে দেখে যেন নিজেরা দিন দিন প্রতিহিংসার দাবানলে জ্বলে উঠছি। একটু সুযোগ পেলেই সেটি অনুশীলনে লেগে যাই। সন্ত্রাসের কারখানা বর্তমান সরকারের সুদুর প্রসারী পরিকল্পনার এ প্রথম ধাপটি দারুণ কাজ করছে। ধন্যবাদ। আপনার লেখনির ধার অনেক। ভাল লাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File