বাংলাদেশে সালাহউদ্দীন কাদের চৌধুরী এবং ইন্ডিয়াতে ইয়াকুব আব্দুর রাজ্জাক মেমনকে ফাঁসিতে ঝূলানোর আয়োজন কি কাকতালীয়? নাকি একই সূত্রে গাথা?

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২৯ জুলাই, ২০১৫, ০৮:৫৭:৫৪ রাত



মুম্বাইতে জন্মগ্রহণকারী বিভিন্ন পুরুস্কারপ্রাপ্ত ইন্ডিয়ার একজন অন্যতম শ্রেষ্ঠ চার্টার একাউন্টেন্ট। গোটা ভারতেই তাকে ফাসিঁতে ঝুলানোর আয়োজনকে ইন্ডিয়ান মুসলিমরা তার প্রতি অবিচার করা হচ্ছে বলে ধারণা করছেন। সম্ভবত ৩০ জুলাই রাত বারটার সময় এই মেধাবী লোকটির গলায় ফাসিঁর দড়ি পড়ানো হবে।



ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি এই লোকটিকে ফাঁসিতে ঝুলানোর আয়োজনকে জুডিসিয়াল কিলিং হিসেবে গন্য করছেন।




এম. আই. এম. লীডার ব্যারিস্টার আসাদউদ্দীন ওয়াইসি এ নি কড়া সমালোচনা করেছেন ইন্ডিয়ান সরকারের।

মরহুম ফজলুল কাদের চৌধুরীর বড় সন্তান জনাব সালাহউদ্দীন কাদের চৌধুরীকেও ফাসিঁতে ঝুলানোর আয়োজন চলছে আমাদের দেশে। ট্রাইবুনালে তার রায় ঘোষণার আগেই তা মিডিয়ায় ফাসঁ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তৎকালীন সময়ে উক্ত রায়ের প্রকৃত লেখক কে তা নিয়ে দেশবাসীর মতো আন্তর্জাতিক বিশ্বেও এ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছিল।



কাকতালীয়ভাবে একই সময়ে বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী দেশ ভারত যে রাষ্ট্রটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে অযাচিৎভাবে নাক গলানোর কারণে দারুণভাবে বিরক্ত এদেশের সাধারণ মানুষ সেই দেশের একজন মেধাবী উচ্চ শিক্ষিত ব্যক্তিকে ফাসিঁতে ঝুলানোর আয়োজন চলছে। মজার ব্যাপার হচ্ছে ভারতে বিগত ২৫ বছরে যে কয়েকজন মেধাবী প্রতিভাধর মুসলিমকে যেসব অপরাধের অভিযোগে তুলে ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া হয়েছে তার চেয়েও শতগুণ বেশী অপরাধী কয়েকজন হিন্দুকে বহাল তবিয়তে ধাপটের সাথে ইন্ডিয়াতে রাজত্ব করছে। তদের মধ্যে দুয়েকজন অতি পরিচিত। যেমন ১৯৯০ সালে বাবরী মসজিদ ধ্বংসের মুল হোতা লালকৃষ্ণ আদভানী, ২০০২ সালের গুজরাটের মুসলিম গনহত্যা ও মুসলমানদের সম্পদ লুন্ঠনের মূল প্রধান ইঞ্জিনিয়ার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরাধম মৌদি। আদভানী এবং মৌদিসহ বিখ্যাত কয়েকজন সিনিয়র হিন্দু নেতার বিরুদ্ধে এসব ঘটনার আলোকে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন রাষ্ট্রদ্রোহী ও মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগে মামলা রুজু করার পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু...........

বিষয়: বিবিধ

১৭৬২ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332541
২৯ জুলাই ২০১৫ রাত ০৯:২০
নাবিক লিখেছেন : ঽতেও পারে
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৩
282295
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওপারে সাবাড় এবং কাবার দুইটাই করে দিয়েছে। কিন্তু এপারে বোধ হয় এখনো কিছুটা জটিলতা রয়ে গেছে।
332545
২৯ জুলাই ২০১৫ রাত ১০:০৯
আফরা লিখেছেন : কিন্তু - - - ---------- বুঝে নিতে হবে ।
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৪
282296
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বুঝে নিলেও তা মনে মনে রাইখ্যান, কাউকে বলে দিয়েন না কিন্তু!!
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
282332
আফরা লিখেছেন : জবাব দিয়ে তো আবার মনে করিয়ে দিলেন ।
332553
২৯ জুলাই ২০১৫ রাত ১০:৪৯
আবু জান্নাত লিখেছেন : মুসলিমরা দিন দিন তাগুতকে প্রভূ হিসেবে মেনে নিতে শুরু করেছে, তাদের ইমানের অবনতির সুযোগ নিচ্ছে উগ্রবাদী হিন্দুরা। মুসলিম রাষ্ট্রপতি পেয়েও মুসলিমরা মাথা উচু করতে পারে নি।
আফসোস বড়ই আফসোস। কবে মুসলিমদের হুশ হবে...
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৩
282297
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুসলমানদের কে কেই কইছে দিন দিন তাগুতকে প্রভূ হিসেবে মেনে নিতে? হেতারা তাগুতের মুরীদ হচ্ছে ক্যান? কেউ কি হেতারগোরে বাধ্য কইরচ্ছে তাগুতের দিকে হা করে তাকিয়ে থাকার জন্য?
332569
৩০ জুলাই ২০১৫ রাত ১২:৩৬
শেখের পোলা লিখেছেন : হতেও পারে৷ ওপারের মাতামাতিতে এপারও মাতবে৷
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৬
282298
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মনে অইতাছে ওপারের ঈমানদারদের চেতনাবোধ একটু বেশী!! অবশ্য এপারে বে-ঈমানদের চ্যাতানাবোধ আবার সরাসরি দেখতে পারে জাতি সবকিছু খুলে ছুড়ে ফেলে দেয়ার কারণে!!
332582
৩০ জুলাই ২০১৫ রাত ০২:৫০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কাকতালীয় ব্যাপার না, পরিকল্পিত ব্যাপার..বাংলাদেশের প্রতিবাদী এবং সাম্রাজ্যবাদ বিরোধীদের এভাবেই শেষ করবে..এটাই প্রভু ভারতের প্ল্যান?
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৬
282299
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হুম!
332589
৩০ জুলাই ২০১৫ রাত ০৪:৩০
কাহাফ লিখেছেন : অত্যন্ত সুপরিকল্পিত ভাবেই ঘটানো হচ্ছে এ সব!
আমাদের সামগ্রিক নিস্ক্রিয়তার ভয়াবহ ফল আজকের এ অবস্হা!
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৭
282300
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সামগ্রিক নিস্ক্রিয়তার ভয়াবহ ফল আজকের এ অবস্হা!
332596
৩০ জুলাই ২০১৫ সকাল ০৬:৩০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এটা মুসলামনদের প্রাপ্য। যেখানেই থাকো না কেন মাইর অবধারিত
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০১
282303
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :




যদি থাকে নসীবে
ফাডা জালেও আসিবে!!
332604
৩০ জুলাই ২০১৫ সকাল ০৬:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : না কাকতালিয় ই।
কারন এই ইন্ডিয়ার এই কেস টাই অনেক দিন ধরে ঝুলে ছিল।
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৯
282301
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরে ভাই এইডা কুনো ঝুলানো কেস না। এইডা অইলো গিয়া নরাধম মোদিদের কুৎসিত অন্তরজ্বালা মিঠানোর একটা নগ্ন মঞ্চায়ন।
332610
৩০ জুলাই ২০১৫ সকাল ০৮:৫২
ছালসাবিল লিখেছেন : আল্লাহু আলাম Sad মুসলিমরাই আজ মুসলিমদের শত্রু Sad
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০০
282302
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কে কইলো মুসলিমরাই মুসলিমদের শত্রু? তাইলে আন্নে কোন মুসলিমের বিরুদ্ধে শত্রুতামী করতেছেন?
১০
332632
৩০ জুলাই ২০১৫ সকাল ১১:৪৩
নেহায়েৎ লিখেছেন : মুসলিমদের যেদিন হুস ফিরবে অনেক দেরী হয়ে যাবে মনে হচ্ছে।
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৩
282304
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ঠিক বলেছেন। খালের পানি নদী হয়ে মহা সমুদ্রের সাথে বিলীন হওয়ার হয় হয়তো হুশ ফেরত আসবে।
১১
332635
৩০ জুলাই ২০১৫ সকাল ১১:৫৭
নেহায়েৎ লিখেছেন : আজ সকাল ৭টা ১মিনিটে তার ফাসি কার্যকর করা হয়েছে। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রজেউন।
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৭
282305
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : একই দিন আরেকজন নামে মুসলিমও মারা গেছেন। ফেইসবুক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে উভয়ের ছবিই পোস্ট করেছিল অনেকেই। ছবি দেখেই বুঝতে বাকী রইলা না আসল অপরাধীর চেহারা দেখতে কেমন হয় আর মৃত্যুর পরে যার আমলনামা তার মুনিবের কাছে গ্রহনযোগ্য তার চেহারা দুনিয়াতেই দৃষ্টান্তস্বরূপ নজীর রাখেন!
১২
332650
৩০ জুলাই ২০১৫ দুপুর ০১:১০
অপি বাইদান লিখেছেন : এখন মুজাহিদ/সাকার পালা। আগাম ইন্নালিল্লাহে........
৩০ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩৯
274916
নেহায়েৎ লিখেছেন : প্রকৃত মুসলিমরা মরতে ভয় পায় না। এরা হাসি মুখে মৃত্যুকে বরণ করে। তোমরা তা পার না।
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০৫
282670
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : @ অপি বাইদান, নেজাসতে গলিজা আমার ব্লগ পাতায় গ্যাঞ্জাম লাগানো নিষেধ!!!
১৩
332929
৩১ জুলাই ২০১৫ রাত ১০:৩৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : সকল ইসলাম বিরোধী শক্তির মধ্যে একটা শয়তানী ঐক্য রয়েছে।
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৭
282306
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১৪
333087
০২ আগস্ট ২০১৫ রাত ০৩:৪৬
হরিণ খাইন গোয়েন্দা সংস্থা লিখেছেন : হতে পারে :-P
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৮
282307
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File