সালাহউদ্দিন কাদের চৌধুরী(সাকা) ব্যাক্তিগত সামান্য তথ্থ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ জুলাই, ২০১৫, ০৭:৩৭:৫৫ সন্ধ্যা

সালাহউদ্দিন কাদের চৌধুরী (সাকা)

পিতা মৃত এ কে এম ফজলুল কাদের চৌধুরী

মাতা সৈয়দা সেলিমা কাদের চৌধুরী

স্ত্রী মিসেস ফারহাত কাদের চৌধুরী

জন্ম তারিখ ১৩ই মার্চ ১৯৪৯

স্থায়ী ঠিকানা :-

গুডসহিল , রহমতগন্জ থানা কোতওয়ালী জিলা চট্রগ্রাম

বর্তমান ঠিকানা :-

হোল্ডিং নং-২৮ ১০ এ ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা

শিক্ষাগত যোগ্যতা:-

ফৌজদারহাট ক্যাডেট কলেজে। সেখান থেকে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু সম্ভবত সেখানেও সে শেষ করতে পারেনি। গ্রাজুয়েশন করেছিল সম্ভবত অন্য কোথাও থেকে”।

সংসারিক জীবনে সালাহউদ্দিন কাদের চৌধুরী ২ ছেলে এবং এক মেয়ের বাবা

প্রথম ছেলে ফজলুল কাদের চৌধুরী ১৯৭৬ সালে জন্ম । শিক্ষাগত যোগ্যতা বিবিএ ব্যাক্তিগত জীবনে সে বিবাহিত

দ্বিতীয় ছেলে হুম্মাম কাদের চৌধুরী ১৯৮৩ সালে জন্ম। শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাশ। ব্যাক্তিগত জীবনে সে অবিবাহীত

একমাত্র মেয়ে ফারজিন কাদের চৌধুরী তার জন্ম ১৯৭৯ সালে । তার শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাশ। ব্যাক্তিগত জীবনে সে বিবাহীতা

রাজনৈতিক জীবন

পিতা ফজলুল কাদের চৌধুরী যিনি বাংলাদেশের স্বাধীনতার পূর্ববর্তি সময়ে পাকিস্তানের জাতীয় সংসদের একজন স্পিকার ছিলেন এবং কয়েক দফায় পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

পিতার রাজনৈতিক আদর্শ অনুসরন করে সালাউদ্দিন কাদের চৌধুরীও রাজনীতি শুরু করেন মুসলিম লীগের মাধ্যমে

বাকপটু স্বভাব ও নানা ধরনের বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই আলোচিত-বিতর্কিত এক চরিত্র সালাউদ্দিন কাদের চৌধুরী।

দলীয় প্রধান খালেদা জিয়া এবং দলের নেতাদের নিয়ে নানা মন্তব্য করেও বারবার আলোচনার শিরোনাম হয়েছেন তিনি। ঝড় তুলেছেন রাজণৈতিক অঙ্গনে।

২০০১ সালে দলীয় প্রধানকে নিয়ে এক কটূক্তির জের ধরে বহিষ্কৃত হয়ে ওই বছরই আবার দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তিনি নিযুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা।

চৌধুরী ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদে মুসলিম লীগ থেকেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সামরিক শাসক এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে মন্ত্রীও হয়েছিলেন। ৮৮ সালে জাতীয় পার্টি থেকে বেরিয়ে নিজেই দল গঠন করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। পরে নিজের দল বিলুপ্ত করে ৯৬ সালে যোগ দেন বিএনপিতে।

বিষয়: বিবিধ

২৩৭৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332538
২৯ জুলাই ২০১৫ রাত ০৮:৪৯
এ,এস,ওসমান লিখেছেন : তিনি তো দেখছি যে দিকে পানি গড়িয়েছে সে দিকে দৌড় লাগিয়েছেন।
২৯ জুলাই ২০১৫ রাত ০৮:৫৩
274797
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বাকি রাখেনি
যাই হউক সে এখন মজলুম
332575
৩০ জুলাই ২০১৫ রাত ০১:৪১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পিলাচ পিলাচ..
৩০ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৮
274874
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
332656
৩০ জুলাই ২০১৫ দুপুর ০২:১৯
হতভাগা লিখেছেন : উনার বাবার নাম ফজলুল কাদের চৌধুরী , ছেলের নামও ফজলুল কাদের চৌধুরী !!!

পুরাই অস্থির
৩০ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৫
274917
মাজহারুল ইসলাম লিখেছেন : তাই তো দেখতেছি
332924
৩১ জুলাই ২০১৫ রাত ০৯:৫৩
সাজেদুল ইসলাম লিখেছেন : ভালো লাগলো
৩১ জুলাই ২০১৫ রাত ১০:২৬
275141
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
333728
০৪ আগস্ট ২০১৫ রাত ১১:৫৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File