এক মুতেরা হাজীর কাহিনী
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৮ মে, ২০১৫, ০৯:২৫:৪১ রাত
ইদানিং কিছুটা ব্যস্ততার কারণে ব্লগে তেমন একটা লগিং করার সুযোগ হয় না। একটু আগে এক বন্ধু টুডে ব্লগের সম্পাদক সাহেব কর্তৃক নোটিশ বোর্ডে স্টীকি করে রাখা একটি লেখার লিংক দিয়ে ওখানে একজন বিশেষ চরিত্রের ব্লগারের একটি মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাকে তার মন্তব্যের উত্তরে কিছু লিখতে অনুরোধ করলেন।
দেখলাম তার মন্তব্যের জবাবে সম্পাদক সাহেব কোন উত্তর এখন পর্যন্ত না দিলেও প্রায় দশ/এগার জন ব্লগার উক্ত মন্তব্যের প্রতিবাদ করে প্রতি উত্তর দিয়েছে। এই নির্বোধ বেআক্কেল গাধা টাইপের লোকটির বেফাস বোলচালের প্রতি আমি তেমন একটা আকর্ষণ ফিল করি না। তবুও বন্ধুর অনুরোধে মন্তব্য না করে সরাসরি ব্লগেই আমার মন্তব্যটি পোস্ট করে দিচ্ছি। একজন বিখ্যাত আলেমের মুখে একটি গল্প শুনেছিলাম। কোনো এক ব্যক্তি নিজেকে হাজী সাহেব হিসেবে সমাজে নিজের নাম পরিচিতি করানোর জন্য অনেক টাকা খরচ করে হজ্ব করে আসলেন। কিন্তু সমাজের লোকজন তাকে হাজী সাহেব হিসেবে সম্ভোধন করে না। একবারে না পারিলে দেখ শতবার সূত্রের আলোকে লোকটি আবারো টাকা খরচ করে হজ্ব করে আসলো। কিন্তু এবারো লোকজন হাজী সাহেব হিসেবে ডাকাডাকি করে না। এভাবে অনেক বার হজ্ব করেও নিজের নামের সাথে হাজী সাহেব স্বীকৃতি না পাওয়ার কারনে রাগে-গোস্বায় শেষ পর্যন্ত বিরক্ত হয়ে জ্বম জ্বম কুপের পাশে দাড়িয়ে পশ্রাব করে নিজের অন্তরের ঝালা মিঠানোর জন্য যখনই পড়নের কাপড় উঠানোর প্রস্তুতি নিচ্ছে তখনই পুলিশের নজরে পড়াতে বেচারা ধরা পড়ে গেলো। যেহেতু হারাম শরীফের সীমানার মধ্যে কোনো অপরাধীকে প্রহার বা মারধোর করার নিয়ম নেই সেহেতু উক্ত মুতেরা হাজ্বীকে শাস্তি না দিয়ে ছেড়ে দিলো। সেদিন থেকে উক্ত লোকটির নামের সাথে যোগ হয়ে গেলো মুতেরা হাজ্বী।
আর এই বেহায়া বে-শরম নিলর্জ্ব লোকটাকে সমাজের লোকজন সবাই মুতেরা হাজ্বী বলে ঠাট্টা করলেও নিজে আত্মতৃপ্তিতে বুক ফুলিয়ে নিজের বাহাদুরী প্রচার করতে থাকে যে হারাম শরীফের পুলিশ পর্যন্ত তার কেশাগ্র ছিড়তে পারে নাই।
সম্মানিত পাঠক এতক্ষণ পর্যন্ত যার কথা বলছি হয়তো কেউ কেউ বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য নিচের স্ক্রীন সর্ট দিচ্ছি।
বিষয়: বিবিধ
১৯১৯ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জবাব মন্তব্যটি অনেক অনেক ভালো লেগেছে......। ধন্যবাদ।
উনার মত উচ্চমানের ভগবান এর লিলা আমরা বুঝব ক্যামনে।
তাই উনি স্কিকি(ষ্টিকি) হইতে না পারিয়া আমাদের উপর শাপ দিতেছেন। যদিও তা বর( জামাই অর্থে না) হয়ে গেছে!!
লেজের উপমায় কি বুঝাতে চাচ্ছেন, বুঝি নাই। আশা করি বুঝিয় বলবেন। ধন্যবাদ।
শিয়ালের লেজে যখন আগুন লাগে তখন সে হুক্কা হুয়া চিল্লা চিল্লী করার সময় থাকে না। সারাক্ষণ লেজের আগুণ নেভানোর জন্য নিজের লেজ নিজেই চাটতে থাকে। আমার মন্তব্যটি ব্লগ আকারে পোস্ট করার কারণে কারো লেজে আগুন ধরেছে কিনা খোজ নিয়ে দেখতে পারেন।
এই পর্যন্ত অন্যতম শ্রেষ্ঠ মন্তব্য বলে মনে হচ্ছে! ধন্যবাদ।
মুতেরা হাজীর মত এই ব্যাটা ফখরুলের জন্যে গ্রামীন প্রবাদ টাও কম প্রযোজ্য নয়---
" অল্প বিদ্যা ভয়ংকরী!
জুতা রে কয় আলমারী!!
সাইকেল রে কয় রেলগাড়ি!!!"
আর কিদু কওয়ার নাই!!
একটু ব্যস্ত সময় কাটাচ্ছি ইদানিং তাই ব্লগে সময় দিতে পারি না। ধন্যবাদ মন্তব্য রেখে যাওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গ্যাঞ্জাম খানের কথা মনে রাখার জন্য।
অনেক ধন্যবাদ গ্যাঞ্জাম খান ভাইয়া ।
আসসালামু আলাইকুম
আপনি গ্যান্জাম করেন জানি, কিন্তু উনার সম্পর্কেও করলেন?
একটা গল্প বলি:
আমার এক ছাত্র তার খাতার উপরে লিখলো:
নাহু খাতা
নাম: আমানাতুল্লাহ
উত্তেজনায়: ........ (শিক্ষকের নাম)
আমি জিগালাম 'উত্তেজনায়' কি? ছাত্র উত্তর দিলো, উস্তায আপনি যখন নাহু পড়ান, তখন আরবি বলতে পারার উত্তেজনা ফীল করি.....
আমি উক্ত ব্লগার সাহেবের লেখা যতগুলো পড়েছি সবটাতেই ঐ উত্তেজনার ছাপ পাই। তাই আমি আর অগ্রসর হইনা।
আপনার গ্যান্জামের ভাব দেখে একটু রসো করলাম আঁরে
ওস্তাদ! মহামতি কইয়া মোরে শরম দিলেন মনে অয়! গ্যাঞ্জাম তো লাগাইলো হেতে! মুই তো গ্যাঞ্জাম লাগাই ন। গ্যাঞ্জাম লাগাইলো মুচওয়ালা, মুই তো দাড়ীওয়ালাদের কাতারে থাকি!
ইজ্জতওয়ালা মুফতিকে দু’চার লাত্থি মারলে কি আর তার ইজ্জতের কমতি হয়? বিশেষ চরিত্রের মোফাক্কিরিনদের মেহমানদারীর জন্য প্রয়োজন পচা আন্ডা নিক্ষেপ করে তাদের মুখকে মলিন করে দেয়া।
আপনি যদিও গ্যাঞ্জাম খান
লিখেছেন সত্য খান।
আন্নে কুন কেতাবে হাইলেন মুই গ্যাঞ্জাম খান খিলি সত্যখান?
আচ্ছা সেতো মডুদের ১ হাত দিতে চায় তো মডুরা তাকে ধরেন না কেনো গ্যাঞ্জামটি কোথায় ভাইয়া
আন্নে হাতুড়ী থেকে শুরু করে অনেক কিছুই দেখাইলেন। মাগার এসব দেখাইবার আগে মোর নামডা একবারও স্মরণ করলেন না!
ব্লগ পোস্টাইলাম তিন দিল অইয়া গেলো। আন্নে এত্তোদিন পরে কোত্থেকেই নাজিল অইলেন?
মূল পোস্টে এক চামচ বিনোদন,
আর..
মন্তব্য ও জবাবে যেন "বিনোদনের লঙ্গরখানা"
অনেক নামী-দামী ব্লগারের জমজমাট আড্ডা
মন্তব্য করতে লগইন করুন