আত্ন চিন্তা
লিখেছেন লিখেছেন সালাহ খান ২৪ এপ্রিল, ২০১৪, ০৪:৫৫:৩৫ বিকাল
আমি নষ্ট ভ্রষ্ট
বলগা হারা এক যুবক ।
বুকে নিয়ে কষ্ট
হয়ে শয়তানের খাদক ।
চলেছি পথ ভুলে
নফসে আম্মারার টানে ।
নিজ বাধন খুলে
শয়তানের দাস বনে ।
যখন যা চায় মন
করছি প্রতিক্ষন ।
লোক দেখানো আমল
বয়েছি আমরন ।
কুঠার মেরে নিজের পায়ে -
প্রভু আমার রক্ষক ।
রহম কেন দেবেন তবে
নিজে যখন ভক্ষক ।
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে আমাদের প্রভু
পথহারা করোনা কভু
শয়তানের প্ররোচনায়
ভুল যদি হয়েই যায়
হে প্রভু ক্ষম আমায়।
নফসে আম্মারার টানে’
হে আল্লাহ তুমি আমাদের শয়তানের হাত থেকে বাচাও, যতই সামনে এগুতে চায় নফসের শয়তান আমাদের ততই বাধা দিতে চায়,
আমরা একমাত্র তোমারি ইবাদত করি এবং তোমারি কাছে সাহায্য প্রার্থণা করি
মন্তব্য করতে লগইন করুন