যদি
লিখেছেন লিখেছেন জবলুল হক ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০০:৩৮ রাত
তুমি যদি কাছে আসো
আনন্দ কি যে
কি কই কি কই ভেবে
হতবাক নিজে।
তুমি যদি দূরে যাও
ব্যথা জাগে বুকে
দুখেরই ছায়া নামে
মোর চোখে মুখে।
বিষয়: সাহিত্য
৯৫৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন থাকে যদি,
তখন কেমন হবে,
ভেবেছে কি কবি?
আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রেরনাদায়ক মন্তব্যের জন্য।
খুবই ভালো লাগল।
মন্তব্য করতে লগইন করুন