সফলতার পথ
লিখেছেন লিখেছেন জবলুল হক ৩১ জুলাই, ২০১৫, ০৫:২১:১৩ বিকাল
আড়ালে আব ডালে লোকে
অনেক কিছু বলে
সবার কথায় কান যদি দাও
জীবন যাবে জলে।
কিছু মানুষ হিংসুটে খুব
চায় না ভালো কারো,
জনে জনে রটায় তারা
কুৎসা হাজারো।
কিছু আবার বেশ ভূষাতে
সব জানা জ্ঞানী
পরাজয়ের গ্যারান্টি দেয়
নানান যুক্তি টানি।
তোমার মতো তুমি চলো
তাদের মতো তারা
ভালোর মুল্য যায় না বুজা
মন্দ কিছু ছাড়া।
কারো নেতিবাচক কথায়
হইওনা মন মরা
সফলতার পথ খানি ভাই
বাঁধা বিঘ্নে ভরা।
০৯.০৩.২০১৫
soraluze,spain.
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সফলতার পথ খানি ভাই, বাঁধা বিঘ্নে ভরা। ধন্যবাদ.।
মন্তব্য করতে লগইন করুন