অনন্যতা
লিখেছেন লিখেছেন জবলুল হক ১০ নভেম্বর, ২০১৪, ০৪:২৬:১০ বিকাল
কারো মতো নয়তো কেহ
কেউ নহে নগণ্য
আল্লাহ পাকের সকল সৃষ্টি
অমূল্য,অনন্য।
ভীষণ সুখি আমি রে ভাই
আমার অবয়বে,
যেমন করে সৃষ্টি করলেন
আমায় আমার রবে।
নায়ক,গায়ক চাই না কারো
অন্ধ অনুকরণ
সব মানুষের আছে কিছু
বিশেষ মেধা, মনন।
চেষ্টা থাকলে হতে পারো
তোমার কাজে সেরা
আঁধার থেকে হোক সবারই
আলোর পথে ফেরা।
04.11.14
Soraluze,Spain.
বিষয়: বিবিধ
১৪৯৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক সুন্দর কবিতা ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন