একটি ছড়া

লিখেছেন লিখেছেন জবলুল হক ২৯ জুলাই, ২০১৫, ০২:১৬:৫৩ দুপুর

লিখতে বসে একটি ছড়া কাগজ কলম যেই হাতে

মাথায় যত শব্দ ছিলো পালাই গেলো সেই সাথে।

আকাশ পানে চেয়ে থেকে করছি হরেক ভাবনা ,

তবুও কি শব্দমালার শব্দ খুঁজে পাব না?

ছুটে গেলাম নদীর কাছে খিলখিলিয়ে হাসছে সে

নদীর বুকে শব্দ তুলে বুনো হাঁসরা ভাসছে যে।

ধার চেয়েছি তারই কাছে শব্দমালার উপমা

অমনি করে চুপসে গেলো সুন্দরী নিরুপমা।

দূরে থেকে আমায় দিলো পাহাড় গুচ্ছ হাতছানি

কাছে যেতেই চারিদিকে নেমে এলো রাতখানি ।

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332495
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১১
আব্দুল গাফফার লিখেছেন : আহারে! Tongue নাইস হয়েছে Rose
৩০ জুলাই ২০১৫ দুপুর ০২:৫২
274913
জবলুল হক লিখেছেন : ধন্যবাদ গাফফার মাহ্মুদ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File