চিন্তা
লিখেছেন লিখেছেন জবলুল হক ২৮ জুলাই, ২০১৫, ০৩:১৪:৫৯ রাত
মাঝে মাঝে মাথার মাঝে
হাজার চিন্তার ভীড়
চিন্তা নদীর অথই জলে
পাই না খুজে তীর।
কিছু চিন্তা খাম খেয়ালি
কিছু কচি খোকা
কিছু আবার নাদুস নুদুস
কিছু ভীষণ বোকা।
কিছু চিন্তার সাথে কভু
হয় না মনের মিল
তারা সাজে বিরোধীদল
বের করে মিছিল।
মাঝে মাঝে মাথার মাঝে
হাজার চিন্তার ভীড়
চিন্তা নদীর অথই জলে
পাই না খুজে তীর।
১৫/০৬/২০১৫
Soraluce ,Spain.
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধর মার কর শুধু ছিনতাই ছিনতাই
এইভাবে কেটে যায় দিনটাই দিনটাই
চিন্তা তাদের ছড়াতে দ্বীনের আলো।
আমরা না হয় লিখব তাদের নিয়ে
এগিয়ে নেবো সমাজটাকে অনুপ্রেরণা দিয়ে।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
মন্তব্য করতে লগইন করুন