স্বার্থপর
লিখেছেন লিখেছেন জবলুল হক ২৬ মার্চ, ২০১৪, ১২:৪৪:৪৭ রাত
কিছু কিছু মানুষ আছে
সব কিছুতে খুঁত খুঁজে
নতুন কিছু করতে গেলে
বাধা দেবে চোখ বুঁজে।
স্বার্থপর এই মানুষ গুলো
তোমার তরে লড়বে না
দুঃসময়ে তোমার পাশে
থেকে কিছু করবে না।
তুমি যদি অন্য কারো
জন্য কিছু করতে চাও
দুঃসময়ে তাদের পাশে
থেকে তুমি লড়তে যাও
তোমার ভালো কাজের পিছে
খুঁজবে ওরা মন্দ যে
নগদ লাভের বিশ্বাসীরা
স্বার্থ লোভে অন্ধ যে।
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কষ্ট করে ব্লগে এসে সুন্দর মন্তব্যের জন্য।
মন্তব্য করতে লগইন করুন