এই শহরে
লিখেছেন লিখেছেন জবলুল হক ০৪ আগস্ট, ২০১৫, ০১:২৮:৩৬ দুপুর
এই শহরে রুটিন বিহীন
বৃষ্টি বাদল নামে
এই ছিলো শীত,এই গরমে
শরীর ভিজে ঘামে।
এই শহরে রৌদ্র ছায়ায়
লুকোচুরি খেলা
বাদল দিনে বন্দি ঘরে
কাটাই অলস বেলা।
এই শহরে বাইরে যাবেন
গ্রীষ্মে কিংবা শীতে
খবর আছে ভুলেন যদি
সংগে ছাতা নিতে।
এই শহরে মাঝে মাঝে
সূর্য অভিমানে
কোথায় যেনো যায় হারিয়ে
পাই না আকাশ পানে।
০৩।০৮।২০১৫
(আমি স্পেনের ছোট একটা শহরে থাকি।এইখানে কী গ্রীষ্ম,কী শীত বছরের বেশির ভাগ দিনই বৃষ্টি থাকে।এখানকার আবহাওয়া বেশ অদ্ভূত। এই গরম তো এই শীত।এই শীত তো এই গরম।এই ছড়ালুসে কে নিয়ে এই ছড়া)
বিষয়: সাহিত্য
১৩৩৯ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা প্রেমে পড়ার আবহওয়া
আমার মতো আলস মানুষের জন্য এর তুলনা নাই।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন