স্বজনী
লিখেছেন লিখেছেন জবলুল হক ১৫ এপ্রিল, ২০১৪, ০৯:০২:০৮ রাত
(উৎসর্গ আমার প্রবাসী সব বন্ধুদের)
তোর লাগি খুব পরাণ কাঁদে স্বজনী
তোকে ভেবে যায় কেটে যায় রজনী।
কতো দিন হয় হয়না দেখা তোর সনে
তোকে নিয়ে স্বপ্ন হাজার মোর মনে।
তোকে ছেড়ে হাজার মাইল দূরে যে
হৃদয় সদা তোর লাগি খুব পুড়ে যে।
মনে পড়ে তোরই কথা যখনি
ভাল্লাগে না কিচ্ছু আমার তখনি।
ইচ্ছে করে তোরই কাছে যাই চলে
জীবন এথায় বড় কঠিন তাই বলে
ইচ্ছে গুলি আপন হাতে খুন করি
তোর কাছে আর হয় না যাওয়া সুন্দরী।
০৩.০৪.১৩
তালাবেরা দেলা রেইনা, স্পেন।
বিষয়: বিবিধ
১৫০৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লিখার হাততো দেখি মাশাল্লাহ...............
নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি-প্রাণ,
যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
আপনাকে অসখ্য ধন্যবাদ।
এভাবেই জীবনের ঝুকি নিতে হবে। বিপদ আসলে সমাধানতো আসবেই। কেউ না কেউ সাহায্য করবে।
মন্তব্য করতে লগইন করুন