দালাল
লিখেছেন লিখেছেন জবলুল হক ০৭ আগস্ট, ২০১৫, ০৫:৩৩:৫০ বিকাল
এই যে তুমি লোক ঠকিয়ে
খাচ্ছো হারাম টাকা,
রোজ হাশরে হিসাব তারি
কেমনে দেবে কাকা?
মিথ্যা কথা, টাল বাহানা
চলবে না সে দিন,
তোমার পুণ্যে শোধতে হবে
পাওনাদারের ঋণ।
পরিবারের কেউ হবে না
পাপের অংশীদার
কিসের টানে করছো তবে
দালালী কারবার?
১২.০৩.২০১৫
soraluze, spain.
বিষয়: সাহিত্য
১১৪০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই সামান্য টাকায় কি পরিবারে শান্তি থাকে ?
মন্তব্য করতে লগইন করুন