ধর্ষকের হাতে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৭ আগস্ট, ২০১৫, ০৬:১৪:৫৯ সন্ধ্যা
বাংলাদেশ নিরন্তর ধর্ষিত হয়,
ভন্ড রাজনীতিবিদের হাতে,
খোলস পাল্টানো নেতার হাতে,
বর্ণবাদী আমলার হাতে।
বাংলাদেশ ধর্ষিত হয় মাঠে ময়দানে,
দুর্নীতিবাজ ট্টাফিক পুলিশের টোকেন বানিজ্যে,
দলবাজ পুলিশের বুটের তলায়,
কখনো সেভেন মার্ডারের নির্মমতায়।
বাংলাদেশ ধর্ষিত হয় যানবাহনে,
বর্ধিত ভাড়ার নখরাঘাতে,
ফুটপাত দখলের মহোত্সবে,
লাইসেন্সহীন যন্ত্রযানের লাগালহীন দৌরাত্বে।
বাংলাদেশ ধর্ষিত হয় হাট-বাজারে,
অসত্ ব্যবসায়ীর ভেজাল খাদ্যে,
ফরমালিনের বেপরোয়া মাখামাখিতে,
আর দ্রব্যমূল্যের আকাশচুম্বী আস্ফালনে।
বাংলাদেশ ধর্ষিত হয় আকাশ বিনোদনে,
শ্বাশুড়ী বউয়ের দ্বান্ধিক ভারতীয় সিরিয়ালে,
নপুংসক নেতাদের দূরদর্শন দখলে,
বেশরম একচোখা সুশীলদের মিথ্যে গলাবাজিতে।
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ এ জিনিসটা কি বাংলাদেশের ইস্যু ?
মন্তব্য করতে লগইন করুন