ধর্ষকের হাতে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৭ আগস্ট, ২০১৫, ০৬:১৪:৫৯ সন্ধ্যা



বাংলাদেশ নিরন্তর ধর্ষিত হয়,

ভন্ড রাজনীতিবিদের হাতে,

খোলস পাল্টানো নেতার হাতে,

বর্ণবাদী আমলার হাতে।

বাংলাদেশ ধর্ষিত হয় মাঠে ময়দানে,

দুর্নীতিবাজ ট্টাফিক পুলিশের টোকেন বানিজ্যে,

দলবাজ পুলিশের বুটের তলায়,

কখনো সেভেন মার্ডারের নির্মমতায়।

বাংলাদেশ ধর্ষিত হয় যানবাহনে,

বর্ধিত ভাড়ার নখরাঘাতে,

ফুটপাত দখলের মহোত্‌সবে,

লাইসেন্সহীন যন্ত্রযানের লাগালহীন দৌরাত্বে।

বাংলাদেশ ধর্ষিত হয় হাট-বাজারে,

অসত্‌ ব্যবসায়ীর ভেজাল খাদ্যে,

ফরমালিনের বেপরোয়া মাখামাখিতে,

আর দ্রব্যমূল্যের আকাশচুম্বী আস্ফালনে।

বাংলাদেশ ধর্ষিত হয় আকাশ বিনোদনে,

শ্বাশুড়ী বউয়ের দ্বান্ধিক ভারতীয় সিরিয়ালে,

নপুংসক নেতাদের দূরদর্শন দখলে,

বেশরম একচোখা সুশীলদের মিথ্যে গলাবাজিতে।

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334322
০৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
নাবিক লিখেছেন : right
334325
০৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
হতভাগা লিখেছেন :
বর্ণবাদী আমলার হাতে।



০ এ জিনিসটা কি বাংলাদেশের ইস্যু ?
০৮ আগস্ট ২০১৫ রাত ১২:৫৫
276479
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ইংরেজিতে apartheid শব্দটা ব্যাপক অর্থ বহন করে। ওভাবে হিসেব করুন।ধন্যবাদ।
০৮ আগস্ট ২০১৫ সকাল ১০:১৯
276522
হতভাগা লিখেছেন : বর্ণবাদী শব্দটা বাদ দিয়ে apartheid শব্দটা বসিয়ে দিন , কবিতারও গভীরতা অনেক বেড়ে যাবে ।
334328
০৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
আইল্যান্ড স্কাই লিখেছেন : স্বৈরাচার মামলাবাজ সরকারের উন্নয়ন মূলক কাজের ধর্ষন,খুঁন,মামলা,অবৈধ গ্রেফতার বাণিজ্য,সন্ত্রাসী,ডাকাতি এটাও একটা অংশ।
০৮ আগস্ট ২০১৫ রাত ১২:৫৫
276481
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
334330
০৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
জবলুল হক লিখেছেন : বাংলাদেশ অনেকাংশে ডিজিটাল হয়ে গেছে। আর কিছুদিন গেলে পুরোপুরি ডিজিটাল হয়ে যাবে।তখন হয়ত কেউ এই নিয়ে আর কবিতা ও লিখবে না। ডিজিটালের গ্রাসে প্রতিবাদের অধিকার হারিয়ে যাবে।
334333
০৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাহেলিয়াতে অমানিশা আমাদের উপর সওয়ার হয়েছে। ধন্যবাদ..
০৮ আগস্ট ২০১৫ রাত ১২:৫৬
276482
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ।
334351
০৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৭
০৮ আগস্ট ২০১৫ রাত ১২:৫৬
276483
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ।
334364
০৭ আগস্ট ২০১৫ রাত ০৯:২৮
বার্তা কেন্দ্র লিখেছেন : অনেক ধন্যবাদ
০৮ আগস্ট ২০১৫ রাত ১২:৫৬
276484
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File