জারজের প্রতি
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৯ মে, ২০১৬, ০১:০৪:১৯ রাত
আমি একবারও বলিনি তুমি জারজ,
অথচ বলাটা হয়েছে ফরজ।
যদি না হতে জারজ তুমি,
হতে না শয়তানের ক্রীড়ানক ভ্রমি।
ডাইনোসরের ঔরসে ডাইন হয়েছ,
ধর্মহীনতার নামে করো যতো কুকর্ম।
কখনো দাদা কখনো দিদিকে বানাও বর্ম,
নিজের কাসুন্দি ভুলাতে রক্তগঙ্গা ব'য়ে চলেছো।
ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়,
ভুলো না এ অমোঘ সত্য।
প্রতি ফোঁটা রক্তের বদলা হবে,
ঈমানদারেরা আজ নিয়েছে এ ব্রত।
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন