গ্রীণহাউজ এফেক্ট

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ৩০ নভেম্বর, ২০১৫, ০১:৪১:১২ রাত



প্রতিদিন নি:সরণ চলে ঘৃণার,অবলীলায়

মানুষ তা সয়ে যায়,হায়

জীবন। পরতে পরতে

ছেদ হয় বন্ধন, ডাইনোসরের

ছায়া ঘুরে বেড়ায় অলিতে-গলিতে। মিশরের পিরামিডের

মতো খাঁড়া প্রতিবাদী মানুষ তবুও

ক্ষয়িষ্ণু সময়ে উজ্জীবিত হূদয়ে,পুড়িয়েও

করতে পারেনা শেষ। ওরা

জানেনা পুঞ্জিভূত হচ্ছে সারা

মেঘমালায়,পিতাম্বরে

মিথেন,সি এফ সি গ্যাস জোরেসোরে,

দগ্ধ হবার অপেক্ষায় জিহবার আস্ফালন,

বেশ্যার দালাল হয়ে জন্ম নেয়া নেতার আন্দোলন

ফেরাবে কি করে জনতার স্রোত?তাই

বাড়ছে উত্তাপ চারদিকে, ছাই

হবে অহংকারের মেকি তাজমহল,ধুলিতে

পাবে কি ঠাই? আলোতে

দেখাবে কি করে রঙমহলের সাঝ?

তখন দেখবে সকলে ক্যাঙারু নাচ।

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352108
৩০ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৪

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File