কুফুর তন্ত্রে আদলে বাংলার ক্ষমতা বদলেও ইন্ডিয়ার গোলামীর জিঞ্জির থেকে বাংলাদেশ কখনই মুক্তি পাবে না।
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ৩০ নভেম্বর, ২০১৫, ০১:৩৬:০৬ রাত
নেপালের বর্ডার পুলিশ রেন্ডিয়ার বারটা বিএসএফ কে আটক করে নিয়ে যায় তাদের দেশের স্বীমানায় প্রবেশ করার কারণে।
এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে নেপাল ক্ষমতাসীন দলে এক সিনিয়র দায়িত্বশীল নেতা বলেন যে ইন্ডিয়ার "বড়ভাই" সূলভ আচরন নেপাল কখনই মেনে নেবে না।
এবার বাংলাদেশের বর্তমান বর্ডার বাহিনীর দিকে একটু নজরদেন, দেখেন বিলাই গুলা ফেল ফেল করে নির্মম ভাবে বাংলাদেশীদের খুন হওয়া দেখা ছাড়া আর কিছুই করার নেই তাদের।
এমন একটা দিন নাই যে,কোন বাংলাদেশি কে খুন করে নাই রেন্ডিয়ার বিএসএফ!
কিন্তু বাঙালার বর্ডার বাহিনীর বিলাইরা কি করতেছে? কিছুই না।
খবরে প্রকাশ! বিএসএফ নাকি আমাদের বিলাইদের ট্রেনিং দিবে।
তার পরে আর কি আশা করা যায় তাদের কাছে?
শেখের বেটি নিজের গদি ঠিকাবার তরে বাংলাদেশর গলায় রেন্ডিয়ার গোলামির জিঞ্জির এমন ভাবে পড়িয়েছে যে কুফুর তন্ত্রের আদলে শেখের বেটির পরে যে দলই ক্ষমতায় আসুক না কেন, রেন্ডিয়ার গোলামীর জিঞ্জির থেকে বাঙ্গালাকে কখনই মুক্ত করতে পারবে না।
যত দিন যাবে রেন্ডিয়ার প্রভুগিরী বাড়তেই থাকবে।রেন্ডিয়ার প্রভুগিরী যত বাড়বে তাতে কিন্তু নেতা নেত্রীদের কিছুই হবে না,কিছুই হবে না,হিন্দু বৌদ্ধ,খৃষ্টান সম্প্রদায়ের।
কিছু নয় অনেক কিছু হবে, নুনু কাটা নামে মুসলিমদের,মহাবিপদে পরবে মডারেট মুসলিমরা,
আর পান খুর মৌলবাদী মুল্লাদের কি হাল হবে তা আল্লাহই ভাল জানেন।
তাই বলছিলাম, নুনু কাটা,মডারেট ও পানখুর মুসলিমদের, কুফুর তন্ত্রে মন্ত্রে ভাওতাজির স্বাধীন ও শান্তির জিন্দেগীর সন্ধান না করে,কোর'আন তন্ত্রে নিজের স্বাধীনতা ও শান্তির তালাশ করুন ইনশা'আল্লাহ পেয়ে যাবেন।
তাই কি করতে হবে? প্রতিবাদী হতে হবে,ফি সাবিলিল্লাহ জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে।
বিপদের অশিন সংকেত তো চোখের সামনে দন্ডয়মান।
আমরা সবাই বলতেছি আম্রিকা আইএস আইএস খেলা খেলতেছে,স্বার্থ হাসিলের জন্য,কিন্তু এটা ও ভুলে গেলে চলবেনা রেন্ডিয়া ও সুযোগ খুজতেছে বাঙ্গালায় তাদের সেনাবাহিনী প্রবেস করাবার জন্য।
বিশ্বমিডিয়া ইহুদিদের আন্ডারে এটা সবাই জানে। ইহুদিদের সাথে রেন্ডিয়ার ঘনিষ্ট সম্পর্কের খবর কম বেশি অনেকের জানা থাকার কথা।
বর্তমানে বিশ্বমিডায়া বাংলাতে মুরগী মরলেও যেভাবে ফলাও করে খবর প্রকাশ করে তাতে যে রেন্ডিয়ার হাত নেই তা কিন্তু বলা দুষ্কর।এমনও হতে পারে "র" আইএস নাম দিয়ে হত্যা কান্ড গঠায় এক দিকে অন্য দিকে তারাই ইহুদীদের মাধ্যমে খবর প্রকাশ করায়।
তাতে করে আম্রিকায় শেখের বেটি কে ধমক টমক দিয়ে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিলের হুমকি দিবে, তখন শেখের বেটি রেন্ডিয়ার পায়ে পরে নিজেদের কে রক্ষার জন্য করজুর অনুরুধ করবে, তখনই বাংলাদেশে তাদের নাপাক সেনাদের প্রবেশের পথ ক্লিয়ার হয়ে যাবে।
আর আম্রিকাকে বলবে তোমরা এখানে নাক গলাতে আসবে না,বাংলাদেশে জঙ্গী রেন্ডিয়ার জন্য বড় হুমকি, তা আমরাই সমাধান করব।
অতএব গত ভোটার বিহীন নির্বাচনের মত আম্রিকা লেজ গুটিয়ে নিজেরা যেতায় আছে সেতায়ই থাকবে।
বিষয়: রাজনীতি
১৫১১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ওয়া ফি হিম বা'রাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন