ক্রন্তিলগ্ন
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৫ নভেম্বর, ২০১৫, ০৯:০৩:৩৩ রাত
পথের ধুলোয় পরিচয়, হয়ে গেল মাখামাখি
স্বপ্ন ফুরোয়,
ক্লান্তি জিরোয়,
কখনোবা ভুল করে সময়ের চোখাচোখি।
গোধুলী বিষন্ন নয়,বিষন্ন মন
রাতের আঁধারে হায়েনারা ছাড়ে পোনা
ভুলে যায় সমাগত ভোর,সুন্দরের আলপনা,
শ্বাপদের থাবায় কতোইবা যাবে জীবন!
নীলনদের বমনে উঠে আসে রামেসিস,
চিরদিনের তরে হয়ে যায় মমি,
ভিশনের স্রোত থামাবে অর্ন্তযামী,
নীরব যুদ্ধে আসবেই শুভাশিস।
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন