সুন্দর একটি পৃথিবী চাই।
লিখেছেন লিখেছেন ফখরুল ১০ নভেম্বর, ২০১৪, ০৪:৪৮:৪০ বিকাল
সুন্দর একটি পৃথিবী চাই,
যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই।
মানবতার জন্যে মোরা,
শান্তির গান গাই।
আজ পৃথিবী মানুষের রক্তে ভাসে,
রক্ত খেঁকরা রক্তের নেশায় নাচে।
রক্তের হোলি খেলা বন্ধ কর,
আমাদের আহ্বান এটাই।
বঞ্চিত মানুষের আর্তনাদে,
পৃথিবীর বাতাস ভারী।
জনপদে জনপরে মৃত্যুর আহাজারি।
ক্রুস মিসাইল এটম বোমার হামলায়,
সাজানো পৃথিবী বিরান ভুমি হয়ে যায়।
বারুদের গন্ধ চাই না মোরা,
বাংলায় গোলাপের সুবাস চাই।
বিষয়: বিবিধ
১৭৪৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই।
মানবতার জন্যে মোরা,
শান্তির গান গাই।
এরকম পৃথিবী পৃথিবীতে আর সম্ভব নয় হয়তো জান্নাতে খুঁজতে হবে।
বাংলায় গোলাপের সুবাস চাই।[u][/u - সহমত।
ভালো লাগা রেখে গেলাম।
সুন্দর কবিতা ধন্যবাদ ভাইয়া ।
আপনাকে ধন্যবাদ।
যাক অসাধারন লিখেছেন ধন্যবাদ আপনাকে
চাওয়া ও প্রচেষ্টার মাঝে বিস্তর ফারাক চাওয়া কে যোজন যোজন দূরে নিয়ে যায়!
তাই বলে আশাহত হয়ে বসে থাকলে চলবে কেন!নতুন উদ্দমে সামনে এগিয়ে যেতে হবে!
অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম!
মন্তব্য করতে লগইন করুন