অতি লোভের পরিনতি।
লিখেছেন লিখেছেন ফখরুল ২৭ নভেম্বর, ২০১৪, ০২:৪৪:৪০ দুপুর
হোজ্জা ছিলেন একজন বেঁটে মানুষ। মাথায় পাগড়ি আর গায়ে জোব্বা পরে একটা গাধার ওপর চড়ে তিনি ঘুরে বেড়াতেন। হোজ্জাকে নিয়ে এক হাজারেরও বেশি গল্প চালু আছে। কোনো গল্পে তাকে খুব বুদ্ধিমান একজন মানুষ মনে হয়। আবার কোনো গল্পে তার আচরণ একেবারেই বোকার মতো হয়। তবে তিনি সারাবিশ্বে পরিচিতি পেয়েছেন তার রসবোধের কারণে। তার কথাবার্তা আমাদের যেমন হাসায়, তেমনি ভাবায়ও বটে।
একদিন তুরুস্কের এক লোক বাজার থেকে ২ মুদ্রা দিয়ে একটি মরিচা পড়া একটি তরবারি কিনল।
কিনে সে নাছির উদ্দিন হোজ্জার বাড়ীর দিকে চলল। পথে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল।
বন্ধুঃ এই মরিচা পড়া তরবারি নিয়ে কই যাও?
লোকঃ আজকে মোল্লা নাছির উদ্দিন হোজ্জাকে ঠকাব।
বন্ধুঃ মোল্লা নাছির কে ঠকানো এতো সহজ?
লোকঃ আচ্ছা দেখ না কি করি।
এই বলে লোকটি চলে গেল নাছির উদ্দিন হোজ্জার বাড়ীর দিকে। গিয়ে দেখেন নাছি উদ্দিন হোজ্জা দরজার সামনে আসন গেঁড়ে বসে আছেন।
লোকঃ নাসির সাহেব আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার এই তরবারিটি রেখে আমাকে যদি কয়টা মুদ্রা দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।
হোজ্জাঃ এই মরিচা পড়া তরবারি দিয়ে কত আর দিব? বড় জোর ১ মুদ্রা দিতে পারি।
লোকঃ (উত্তেজিত হয়ে বলে) কি বলেন আপনি ? আপনি জানেন এই তরবারি দিয়ে সেনাপতি ২০ টি যুদ্ধ জয় করেছে?
আর আপনি কিনা বলছেন এটা দিয়ে মাত্র ১ মুদ্রা দেওয়া যাবে?
হোজ্জাঃ আচ্ছা ঠিক আছে এই নাও ৩ মুদ্রা নাও পরে এসে তোমার তরবারি নিয়ে আমার মুদ্রা শোধ দিয়ে যেও।
লোকঃ জী ঠিক আছে।
লোকটি মহা আনন্দে আবার বাজারের দিকে ছুটে গেল। তার বন্ধুকে বলল।
লোকঃ কি মিয়া তুমি না বলেছিলে নাছির উদ্দিন কে ঠকানো এতো সহজ নয়। এই দেখো ২মুদ্রার তরবারি দিয়ে ৩ মুদ্রা নিয়ে এসেছি। হা হা হা হা হা হা।
কামার বাজার থেকে ফেরার সময় দেখে নাছির উদ্দিন হোজ্জা তার বাড়ীর সামনে মরিচা পড়া তরবারি টি নিয়ে বসে আছে আর কি যেন চিন্তা করছে।
এবার কামার কাছে নাছির উদ্দিন হোজ্জাকে জিজ্ঞেস করলো
কামারঃ নাছির সাহেব এই মরিচা পড়া তরবারি আপনার কাছে কি ভাবে এলো?
হোজ্জাঃ কিছুক্ষন আগে এক জন লোক এসে এটা আমার কাছে বন্ধক দিয়ে ৩ মুদ্রা নিয়ে গেছে।
কামারঃ কি বলেন? এই তরবারি কিছুক্ষন আগে আমার কাছ থেকে ১ মুদ্রা দিয়ে কিনে এনেছিল।
(হোজ্জা রেগে গিয়ে বলে)
হোজ্জাঃ কি? মোল্লা নাছির উদ্দিন কে ঠকানো? আচ্ছা দেখি কি করা যায়।
এই বলে সে ফন্দী করতে শুরু করলো কি করা যায়। এই বার হোজ্জা শহরে ঘোষণা করে দিল মহারাজার সেই তরবারি হারানো গেছে। আর এটা ঐ লোকটার কানে গেল। সে আবার বুদ্ধি করলো। সে বলল যাই এই সুযোগে নাছির উদ্দিনের কাছ থেকে আরও কিছু মুদ্রা নিয়ে আসি। এই বললে অট্ট হাসিতে ফেটে পড়ল।
লোকঃ নাছির সাহেব আমার সব সমস্যা সমাধান হয়ে গেছে এই নিন আপনার ৩ মুদ্রা আমার তরবারি টি দিন।
হোজ্জাঃ কি বলব ভায়া, মহারাজের সেই তরবারি হারানো গেছে।
(এবার লোকটি রেগে গিয়ে)
লোকঃ না আমি মানি না, আমার তরবারি চাই, প্রয়োজনে আমি আরও ৫ মুদ্রা দিব তারপরও আমার তরবারি চাই।
হোজ্জাঃ আরে বাপরে কালকে কোন কিছুই ছিল না আর আজকে অর্থের বড়াই?
লোকঃ হুম অর্থ আছে তাই করি।
এই নিন আরও ২ মুদ্রা বাড়িয়ে ৭ মুদ্রা দিলাম আমার তরবারি খুঁজে দিন।
(এবার নাছির উদ্দিন সুযোগ কাজে লাগালেন। তার কাছ থেকে ৭ মুদ্রা নিয়ে গিয়ে ঘরের ভিতর থেকে তরবারি এনে দিল)
হোজ্জাঃ এই নিন আপনার তরবারি। বেটা মোল্লা নাছিরকে ঠকাবি????
বিষয়: বিবিধ
২১৩৪ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমারো প্রায় ওর্কোমই লাক্সে ইক্টু-ইক্টু...
একটু একটু ভালো লাগছে।
মোল্লা নাসিরুদ্দিন বা নাসিরুদ্দিন হোজ্জার গল্পগুলি সৈয়দ মুজতাবা আলির মতে তিন রকম।
এক রকমে তিনি বোকা, এক রকমে তিনি কাউকে বোকা বানাচ্ছেন। আর শেষটা পরে বোঝা যায়না তিনি বোকা না আমরা বোকা!!!
'একটু চালাক না হলে জীবনে চলা যায় না!
আমি কবে চালাক হমু......???
মন্তব্য করতে লগইন করুন