"চির কুমার সংঘ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে" চির কুমারগন শঙ্কিত। (রম্য পোস্ট) Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন ফখরুল ১৮ নভেম্বর, ২০১৪, ০১:৩৬:১১ দুপুর

চির কুমার সংঘ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এ নিয়ে চির কুমারদের মধ্যে হতাশা বিরাজ করছে। চির কুমার সংঘের অন্যতম সদস্য ব্লগার সোনালী দিন এই বছর মার্চ মাসেই তিনি চির কুমার সংঘ থেকে বিদায় নেন।



তার পর আমাদের প্রিয় ব্লগার লোকমান ভাই এই নিয়ে ব্যাপক শোকাহত ছিলেন। যাই হোক প্রকৃতির নিয়ম মেনে নিয়ে আবার চিরকুমার সংঘের সাংগঠনিক কাজ শুরু করেন।

কিছু দিন যেতেই আবারো হতাশ হলেন লোকমান ভাই। কারন চির কুমার সংঘের অন্যতম সংগঠক সংঘের সভাপতি, ব্লগার প্রবাসী আশরাফ ভাই ও বিদায় নিলেন চির কুমার সংঘ থেকে।



আবার ও স্বপ্ন দেখা শুরু করলেন, লোকমান ভাই কিন্তু বেশি দিন স্থায়ী হয় নি স্বপ্ন দেখা। আবার চিরকুমারদের হতাশ করে বিদায় নিলেন চিরকুমার সঙ্ঘের প্রধান সেনাপতি রেলমন্ত্রী।

অবশেষে উনার হতাশা ব্যাক্ত করেন ব্লগে।




এদিকে আমাদের আরেক চির কুমার বিদ্রোহী নজরুল ভাইয়ের উইকেটের জন্য আবেদন করা হয়েছে, থার্ড আম্পায়ার রিভিউ তে বড় করে লেখা এসেছে আউট।



আমাদের সিনিয়র ব্লগার তির্যক-১০ ভাই লোকমান ভাইকে শান্তনা দিতে উনার নিজ গৃহে লোকমান ভাইসহ আরও ব্লগার ব্লগার ভাইয়ের সাথে মত বিনিময় সভার আয়জন করেন।

জানা গেছে দেশের চির কুমার ব্লাগরগন ব্লগার আজব মানুষ এর নেতৃত্বে মানব বন্ধন করেছেন।

বিষয়: বিবিধ

৫৫৪৬ বার পঠিত, ৫১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285482
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৮
সোনালী দিন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ফখরুল তুমি কিন্তু ঐ সমিতি থেকে নীতিমালা লঙ্গন করে সিরিয়াল ভঙ্গ করেছো।
ব্লগার আজব মানুষ কে বলবো যেন মানব বন্ধনে তোমার ফাঁসি চাওয়া হয়।

১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
228800
ফখরুল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৬
228809
লোকমান লিখেছেন : মিয়ারা তোমরা কি খেয়ে দেয়ে কুনু কাম পাও না। কাম করতে করতে জান শ্যাষ আর ওনারা আছে ঢং নিয়া। যত্তসব বিয়াত্তার দল..........
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
228812
ফখরুল লিখেছেন : কাহাফ লিখেছেন :
চির কুমার সংঘে যদি জন বলের ব্যাপক সংকট বা আকাল দেখা দেয় তাহলে অসচেতন মানুষ হিসেবে পুরাতন বিবাহিতদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি.........
তবুও যেন শ্রদ্ধেয় লোকমান ভাই মানষিক ভাবে ভেংগে না পড়েন তাই এমন প্রস্তাব....!!!

এই প্রস্তাবের পক্ষে থাকলে হ্যাঁ বলুন।
285484
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
মেরাজ লিখেছেন : কেউ লুকমাঙ্কে কুর্বানি করে ফেল।
তার অসহায়ত্ব দেখলে কইলজ্জা মুচ্র দিয়ে উঠে
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
228801
ফখরুল লিখেছেন : আপনি মিয়া বড় কথা বলেন বেবস্থা করেন না। বেচারা বেচারা বড় একলা। Tongue Tongue Tongue Tongue
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
228811
লোকমান লিখেছেন : মিয়া মাত্র এট্টা বিয়া কইরা এত্ত লাপালাপি কনে ক্যান?
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
228813
ফখরুল লিখেছেন : কাহাফ লিখেছেন :
চির কুমার সংঘে যদি জন বলের ব্যাপক সংকট বা আকাল দেখা দেয় তাহলে অসচেতন মানুষ হিসেবে পুরাতন বিবাহিতদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি.........
তবুও যেন শ্রদ্ধেয় লোকমান ভাই মানষিক ভাবে ভেংগে না পড়েন তাই এমন প্রস্তাব....!!!

এই প্রস্তাবের পক্ষে থাকলে হ্যাঁ বলুন।
285485
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ব্লগপাড়া দেখছি কুমারখালী হয়ে যাবে । Thinking
আমি টেন্সিত,,, Winking
রিয়েলী টেনসিত.... Thinking
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
228802
ফখরুল লিখেছেন : ভাই টেনশন নিয়েন না। হাল বাহির করেন। আমরা আর কাউকে রেল মন্ত্রী হতে দিব না। Love Struck Tongue
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৮
228814
ফখরুল লিখেছেন : কাহাফ লিখেছেন :
চির কুমার সংঘে যদি জন বলের ব্যাপক সংকট বা আকাল দেখা দেয় তাহলে অসচেতন মানুষ হিসেবে পুরাতন বিবাহিতদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি.........
তবুও যেন শ্রদ্ধেয় লোকমান ভাই মানষিক ভাবে ভেংগে না পড়েন তাই এমন প্রস্তাব....!!!

এই প্রস্তাবের পক্ষে থাকলে হ্যাঁ বলুন।
285486
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৩
প্রেসিডেন্ট লিখেছেন : ব্লগার আজব নানাকে সভাপতি ও ব্লগার লোকমান কে সাধারণ সম্পাদক করে চিরকুমার সমিতির নতুন কমিটি গঠন করা হোক। কমিটির পূর্বতন সদস্য সদ্য বিবাচিত কেউ নিজ নিজ শ্যালিকা নিয়ে নতুন কমিটির কারো সাথে ষড়যন্ত্র কর্তে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। Hot Hot Hot
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
228803
ফখরুল লিখেছেন : সুন্দর প্রস্তাবের সাথে সহমত পোষণ করছি। Love Struck Love Struck
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৮
228815
ফখরুল লিখেছেন : কাহাফ লিখেছেন :
চির কুমার সংঘে যদি জন বলের ব্যাপক সংকট বা আকাল দেখা দেয় তাহলে অসচেতন মানুষ হিসেবে পুরাতন বিবাহিতদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি.........
তবুও যেন শ্রদ্ধেয় লোকমান ভাই মানষিক ভাবে ভেংগে না পড়েন তাই এমন প্রস্তাব....!!!

এই প্রস্তাবের পক্ষে থাকলে হ্যাঁ বলুন।
285487
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
তার কাটা লিখেছেন : ভাল লেগেছে , সুন্দর একটি রম্ন উপহার দেয়ায় ধন্যবাদ৷ Rose Time Out Thumbs Up Thumbs Up Thumbs Up Rose
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
228805
ফখরুল লিখেছেন : আপ্নেরে ও ধন্যবাদ। Love Struck Love Struck
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৮
228816
ফখরুল লিখেছেন : কাহাফ লিখেছেন :
চির কুমার সংঘে যদি জন বলের ব্যাপক সংকট বা আকাল দেখা দেয় তাহলে অসচেতন মানুষ হিসেবে পুরাতন বিবাহিতদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি.........
তবুও যেন শ্রদ্ধেয় লোকমান ভাই মানষিক ভাবে ভেংগে না পড়েন তাই এমন প্রস্তাব....!!!

এই প্রস্তাবের পক্ষে থাকলে হ্যাঁ বলুন।
285488
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০১
কাহাফ লিখেছেন :
চির কুমার সংঘে যদি জন বলের ব্যাপক সংকট বা আকাল দেখা দেয় তাহলে অসচেতন মানুষ হিসেবে পুরাতন বিবাহিতদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি.........
তবুও যেন শ্রদ্ধেয় লোকমান ভাই মানষিক ভাবে ভেংগে না পড়েন তাই এমন প্রস্তাব....!!! :D/ :D/ Rolling Eyes Rolling Eyes Talk to the hand Talk to the hand
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৫
228806
ফখরুল লিখেছেন : সুন্দর প্রস্তাব। এ জন্য আমি প্রথমেই কাহাফ ভাইয়ের নাম প্রস্তাব করলাম। Love Struck Love Struck Love Struck Love Struck
১৯ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৫
229101
কাহাফ লিখেছেন :
আমি তো বিবাহে যাদের বয়স অনেক হয়েছে তাদের কথা বল্লাম! পুরাতন বিবাহিতদের খাতায় এখনো আমার নাম উঠেনি শ্রদ্ধেয় ফখরুল ভাই.......!!!Good Luck
285489
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০১
বিপ্লবী লিখেছেন : পিলাচ
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৬
228807
ফখরুল লিখেছেন : আমার এতো জলে ক্যারে?????
পিলাচ দেবার জন্য ধন্যবাদ। Love Struck Love Struck
285491
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১২
লোকমান লিখেছেন : ইহা আমি কি দেখিলাম (হাতুড়ি দিয়ে মাথা ফাটানোর ইমু হবে তবে নিজের না পোস্টদাতার)
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৬
228810
ফখরুল লিখেছেন : At Wits' End At Wits' End At Wits' End লাভ নাই ভাই। আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য কিছু করতেছি।
কাহাফ লিখেছেন :
চির কুমার সংঘে যদি জন বলের ব্যাপক সংকট বা আকাল দেখা দেয় তাহলে অসচেতন মানুষ হিসেবে পুরাতন বিবাহিতদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি.........
তবুও যেন শ্রদ্ধেয় লোকমান ভাই মানষিক ভাবে ভেংগে না পড়েন তাই এমন প্রস্তাব....!

কাহাফ ভাই আপনার সাথে কাজ করবেন।
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
228821
ফখরুল লিখেছেন : ওমর শরীফ ভাই আপনার সাথে কাজ করবেন। হতাশ হবার কিছু নাই।
285492
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৬
তীর্যক১০ লিখেছেন : খুব সম্ভবত ২০১১ ইং হতে লোকমান ভাইয়ের বিয়ে নিয়ে অন্তহীন অপেক্ষা চলছে .... সেই অপেক্ষা আর শেষ হচ্ছেনা ,,,, কখন সে মহেন্দ্রক্ষন ৩৮, ৪৮ না ৬৮ বছর বয়সে .... !!!???

আমার স্বাধ না মিটিল আশা না পুরিল
সকলই ফুরায়ে যায় মা ,,,,,,
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২২
228817
ফখরুল লিখেছেন : আচ্ছা দোয়া করেন লোকমান ভাইয়ের জন্য। পাশাপাশা উনার সংগঠনকে শক্তিশালী করনে কাহাফ ভাই এক চমৎকার প্রস্তাব দিয়েছেন।
কাহাফ লিখেছেন :
চির কুমার সংঘে যদি জন বলের ব্যাপক সংকট বা আকাল দেখা দেয় তাহলে অসচেতন মানুষ হিসেবে পুরাতন বিবাহিতদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি.........
তবুও যেন শ্রদ্ধেয় লোকমান ভাই মানষিক ভাবে ভেংগে না পড়েন তাই এমন প্রস্তাব....!!!

এই প্রস্তাবের পক্ষে থাকলে হ্যাঁ বলুন।
১০
285496
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
ওমর শরীফ লিখেছেন : আহারে! Day Dreamingবুঝি অকালেই মরতে হচ্ছে চীর কুমার সংঘকে !!! Tongue যাক হতাশার কিছু নাই আমরা এখনো আছি Big Hugআমারা এই চীর কুমার সংঘকে দূর থেকে দূরে নিয়ে যাব। Roseচোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আমাদের উপর। তবে চোখ খুলে যদি কখনো চমকে যান তবে চীর কুমাররা দায়ীনা। It Wasn't Me!বিঃদ্র_কারন শেষ মুহুর্তে রেলমন্ত্রী যদি......... At Wits' End
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৯
228818
ফখরুল লিখেছেন : আপনাকে ধন্যবাদ লোকমান ভাইয়ের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যাক্ত করার জন্য।
এগিয়ে জাক চীর কুমার সংঘ।
সাথে চেহারা খাতুন কে নিয়ে চীর কুমারি সংঘ করার জন্য প্রস্তাব করতেছে। Tongue Tongue
১১
285498
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আমার স্বাধ মিটিল আশা পুরিল
সকলই ফুরায় না কেন মা?
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৯
228820
ফখরুল লিখেছেন : কাহাফ লিখেছেন :
চির কুমার সংঘে যদি জন বলের ব্যাপক সংকট বা আকাল দেখা দেয় তাহলে অসচেতন মানুষ হিসেবে পুরাতন বিবাহিতদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি.........
তবুও যেন শ্রদ্ধেয় লোকমান ভাই মানষিক ভাবে ভেংগে না পড়েন তাই এমন প্রস্তাব....!!!

এই প্রস্তাবের পক্ষে থাকলে হ্যাঁ বলুন।
১২
285511
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ব্লগে যে চিরকুমার সমিতি ছিল সেটা তো এখনই জানলাম। যাক, বুঝা যাচ্ছে আপনার যথেষ্ট তথ্য জ্ঞান আছে, কারা কুমার আর কারা কুমার হারা। যাক, সুন্দর পোষ্ট ভাল লাগল। ফান পোষ্ট এমনিতেই কম আছে। সব বিষয়ে লিখার মানুষ প্রচুর কিন্তু রম্য লিখার মত মানুষ খুবই কম। কেননা রম্য মানুষের রম্য রচনা তার চরিত্র থাকতে হয় আর তাকে হয় যথেষ্ট কল্পনাশক্তির অধিকারী। আবারো ধন্যবাদ।
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
228829
ফখরুল লিখেছেন : অনেক ধন্যবাদ নজরুল ভাই। লিখতে পারি না আপনাদের লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে কিছু লেখার চেষ্টা করি। আসলে ব্লগ দেখি গতানুগতিক হয়ে যাচ্ছে। কিছুটা ভিন্নতা নিয়ে আসতে আমার এই লেখা। তবে লোকমান ভাইয়ের জন্য দোয়া করবেন। Love Struck Love Struck Love Struck Love Struck
১৩
285533
১৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৬
সিটিজি৪বিডি লিখেছেন : সবাই না জানাইয়া বিয়ে করছে কেন? দাওয়াত ও পাইলাম না
১৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩০
228846
ফখরুল লিখেছেন : সাহারা খাতুনের দরবারে মামলা করুন।
১৪
285557
১৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : কুমারী সঙ্ঘের পক্ষ থেকেও কিছু বলার থাকতে পারে। অপেক্ষা করুন..........খবর আসছে Big Grin Big Grin Big Grin
১৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
228862
ফখরুল লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming
আপনাকে ধন্যবাদ সুন্দর বিষয় তুলে ধরার জন্য।
জী আমার প্লান আছে কুমারি সংঘ নিয়ে। সাহারা খাতুন কে কেন্দ্রীয় কমিটির সভানেত্রী করে,
বাকিদের নাম গুল আপনি দিবেন আশা করি।
১৮ নভেম্বর ২০১৪ রাত ১০:৩৯
228975
ফাতিমা মারিয়াম লিখেছেন : সভানেত্রী ব্লগার হলে ভালো হয় Loser
১৮ নভেম্বর ২০১৪ রাত ১০:৩৯
228976
ফাতিমা মারিয়াম লিখেছেন : সভানেত্রী ব্লগার হলে ভালো হয় Loser
১৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৭
229191
ফখরুল লিখেছেন : আচ্ছা আপনার উপর দায়িত্ব দেওয়া হল কুমারী সংঘের কমিটি গঠনের দায়িত্ব। আশা করি খুব তাড়াতাড়ি একটা গ্রহন যোগ্য কমিটি উপহার দিবেন। Tongue Tongue Tongue Tongue অনেক ব্লগার আছেন কুমারী কয়জন আছেন তা জানি না। আপনি হয়তো জানেন। :Thinking :Thinking
১৫
285575
১৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আগে জানলে এই ভাঙ্গা নেীকায় চড়তাম না......
১৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
228880
ফখরুল লিখেছেন : Surprised Surprised কন কি সবুজ ভাই। এই জালা আর প্রানে সহে না। Tongue Tongue
১৬
285642
১৮ নভেম্বর ২০১৪ রাত ১০:১৬
আফরা লিখেছেন : ধন্যবাদ রম্য লেখক ফকরুল ভাইয়া Rolling on the Floor Rolling on the Floor Big Grin Big Grin
১৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৯
229196
ফখরুল লিখেছেন : এতো হাসেন কেন? আচ্ছা আপনি ফাতিমা আপুর সাথে যোগাযোগ করেন। চীর কুমার সংঘ হল, বাকি আছে চীর কুমারী সংঘ। আশা করি আপনারা তা করে দেখাবেন। Tongue Tongue Tongue
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
229240
আফরা লিখেছেন : ফাতিমা আপু তো অনেক আগেই ওখান থেকে ছিটকে পড়েছেন আর আমি ও এই শেষ সময়ে ওদিকে যেতে যাই না ভাইয়া ।
১৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৩
229285
ফখরুল লিখেছেন : তার মানে আপনি ও বিদায় নিয়েছেন? কে ধরিবে হাল??????????????????????????
১৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৪
229286
ফখরুল লিখেছেন : আচ্ছা আপনাকে দায়িত্ব দেয়া হল চির কুমারী খোঁজার। আশা করি ফাতিমা আপু কে সাহায্য করবেন।
১৭
286087
২০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:২৮
ইক্লিপ্স লিখেছেন : খুব সুন্দর লিখেছেন It Wasn't Me! It Wasn't Me!
২০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩০
229535
ফখরুল লিখেছেন : চির কুমার সংঘের জন্য দোয়া করেন। আর পাশাপাশি চির কুমারী সংঘ গঠনে এগিয়ে আসুন। ফাতিমা আপুর সাথে যোগাযোগ করুন। Tongue Tongue
১৮
286445
২১ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৫
গ্রাম থেকে লিখেছেন : জনাব,
আমি চিরকুমার সংঘে যোগ দিতে ইচ্ছুক।
আবেদন পত্র কোথায় পাঠাতে হপে ঠিকানা দিয়ে উপকৃত করবেন।
:
:
চিরকুমার সংঘ, জিন্দাবাদ
২২ নভেম্বর ২০১৪ সকাল ১০:৫১
230232
ফখরুল লিখেছেন : আমাদের লোকমান ভাইয়ের সাথে কথা বলেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File