মিঠুন, আল আমিনের নৈপুণ্যে সৌদি ইনভেস্টমেন্ট ব্যাংক টি-২০ টুনামেন্টের কোয়াটার ফাইনালে গ্রীন বাংলা।

লিখেছেন লিখেছেন ফখরুল ০৩ জানুয়ারি, ২০১৭, ০৬:৩৮:৩৯ সন্ধ্যা



মিঠুন বিশ্বাস



আল আমিন

বাংলাদেশ এখন ক্রিকেট পাগল জাতী হিসেবে সবার কাছেই পরিচিত। একটা সময় ছিল গ্রামের মুরুব্বীরা এই ক্রিকেট খেলার ঘোর বিরোধীতা করতো গ্রামের ছেলেদের ক্রিকেট খেলা নিয়ে নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করতো। কালের পরিবর্তনে ক্রিকেট এখন সকল স্তরের মানুষের কাছে ভালো লাগার ভালোবাসার বিষয়ে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে পিছিয়ে নেই ক্রিকেট প্রেমী সৌদি প্রবাসীরা। অবসর সময়ে নিজেদের ক্রিকেটীয় প্রতিভা কাজে লাগিয়ে দেশকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়। ইতিমধ্যে অর্জন করেছে সৌদি ক্রিকেট সেন্টার আয়োজিত "আমেরিকান এক্সপ্রেস টি-২০ টুর্নামেন্ট 2016" চ্যাম্পিয়নের মুকুট। আবারও নতুন সাফল্যের দিকে এগুচ্ছে সৌদি প্রবাসীদের প্রাণের টিম গ্রীন বাংলা।

আইসিসির সহযোগী সদস্য, সৌদি ক্রিকেট সেন্টার অনুমোদিত, রিয়াদ ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সৌদি এরাবিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (সাইব) টি-২০ টুর্নামেন্টে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে এসোসিয়েশনের এক মাত্র বাংলাদেশী টিম গ্রীন বাংলা ক্রিকেট টিম।

গত শুক্রবার গ্রূপ পর্যায়ের শেষ ম্যাচে পাকিস্তানী ক্লাব রাইজিং ষ্টার ক্লাবকে ৪৭ রানে হারিয়ে গ্রূপ চ্যাম্পিয়ন হয়ে কোয়াটার ফাইনালের পথ ধরে মরুর বুকে বাংলাদেশের পতাকাবাহী টিম গ্রীন বাংলা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গ্রীন বাংলা, নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ১২৪ গুটিয়ে যায় রাইজিং ষ্টার ক্লাবের ইনিংস, ফলে ৪৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রীন বাংলা। গ্রীন বাংলার পক্ষে ব্যাট হাতে মিঠুন ৪৬, আমির ৩০ রান করেন, বল হাতে আল আমিন ৫, জাহিদ ৩ উইকেট নেয়।

রাইজিং স্টারের পক্ষে উমার পারভেজ ব্যাট হাতে ৩২ ও বল হাতে ৫ উইকেট নেয়।

উল্লেখ্য, ২০১২ ফেব্রুয়ারিতে রিয়াদ ক্রিকেট এসোসিয়েশনের ৩য় শ্রেনীর ক্রিকেটে সদস্যপদ লাভ করে গ্রীন বাংলা। এসোসিয়েশন আয়োজিত সব টুর্নামেন্টে দাপুটে নৈপুন্য দেখিয়ে সকলের নজর কাড়ে এবং ২০১৪ সালে এসোসিয়েশনের ২য় বিভাগে খেলার সুযোগ পায়।

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File