খুঁজতে হবে নতুন বাজার, বাড়াতে হবে রফতানি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ জানুয়ারি, ২০১৭, ০৫:০৪:৪৮ বিকাল
জিএসপি সুবিধার পেছনে না ছুটে নতুন বাজার সৃষ্টি এবং পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে রফতানি বাড়াতে ব্যবসায়ীদের তাগিদ দিচ্ছেন বর্তমান সরকার।বাংলাদেশ যত পণ্য, যত দ্রুত সরবরাহ করতে পারবে, পৃথিবীর কোন দেশ তা পারবে না। সেজন্য জিএসপি দিল না তাই স্যারদের পেছনে না ঘুরে নিজেরাই অন্য বাজার খুঁজে বের করতে আহ্বান করেছেন সরকার, বাজারই শুধু না কোন দেশের কোন এলাকায় কোন পণ্যের চাহিদা বেশি এবং কোন পণ্যের উৎপাদন আমাদের দেশে সম্ভব তা আপনাদের খুঁজে বের করতে হবে। তাহলে ওরাই আপনাদের পেছনে দৌড়াবে। বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার চিন্তা-চেতনা নিয়েই রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে বর্তমান সরকার। অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য বেসরকারী খাতকে উন্মুক্ত করে দিয়েছে সরকার। বেসরকারী খাতের যেন পরিপূর্ণ বিকাশ ঘটে সেজন্য বিভিন্ন ক্ষেত্র যেমন, বিদ্যুত উৎপাদনকেও বেসরকারী খাতে ছেড়ে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের আগে শুধু সরকারী খাতেই বিদ্যুত উৎপাদন হতো। যার পরিমাণ মাত্র ১৫শ’ থেকে ১৬শ’ মেগাওয়াট। কিন্তু বর্তমানে এর উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। প্রতিটি ক্ষেত্রে বেসরকারী খাতে ব্যবসা-বাণিজ্যের আরও সুযোগ সৃষ্টি করেছে বর্তমান সরকার। শুধু দেশে নয়, এই সমগ্র দক্ষিণ এশিয়ায় যেন পার্শ্ববর্তী দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারেন সেই সুযোগটাও সৃষ্টি করেছে বর্তমান সরকার। সরকারী খাতের পাশাপাশি যখন বেসরকারী খাত সুযোগ পেল স্বভাবিকভাবে আজকে আমাদের অর্থনীতির মূল শক্তি হিসেবে বিকশিত হয়েছে বেসরকারী খাত। এভাবেই এগিয়ে যেতে হবে আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে।
বিষয়: বিবিধ
৮১২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন