হাঁসির বাকসো।
লিখেছেন লিখেছেন ফখরুল ২৩ নভেম্বর, ২০১৪, ১২:৪৯:৫৬ দুপুর
ব্রিটিশ প্রধানমন্ত্রী সন্ধ্যায়ও কাজ করেন কেন? উত্তর: আরে, উনি তো পি.এম, এ এম নন।
স্কুলে একজন বোকাকে কীভাবে চেনা যায়?
—শিক্ষক যখন বোর্ড মোছেন, সে তখন তার সব ক্লাসনোট কেটে দেয়।
মা এবং স্ত্রীর মধ্যে পার্থক্য কী?
—একজনের কারণে তুমি কাঁদতে কাঁদতে পৃথিবীতে এসেছিলে, অন্যজনের কারণে তুমি সারা জীবন কাঁদবে।
স্ত্রী ও চুম্বকের মধ্যে পার্থক্য কী?
—চুম্বকের একটি পজিটিভ দিক আছে।
জনসংখ্যার বিস্ফোরণ বিষয়ে পড়াতে গিয়ে এক শিক্ষক বললেন, ‘আমাদের দেশে প্রতি ১০ সেকেন্ডে একজন মহিলা একটি করে শিশুর জন্ম দেন।’
এক ছাত্র চিত্কার করে উঠল, ‘জলদি চল, তাঁকে খুঁজে বের করে এক্ষুনি থামাতে হবে।’
বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তা জানার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো তার জন্ম পর্যন্ত অপেক্ষা করা।
বিষয়: বিবিধ
১৮১২ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্ত্রীঃ বলি, কানের কি মাথা খেয়েছো? আধাঘন্টা ধরে বলছি, পাঁচ মিনিটের মধ্যে নিয়ে আসছি।
এতক্ষন খাটের নীচে লুকিয়ে আমাদের কথা শুনছিল আমার মামাত ভাই ।আমার এই কথা শুনে হা---হা---করে হেসে উঠে বলে এই জোকস টাই সবচেয়ে মজার হয়েছে ।
তখন হাসি নাই আসলে বুঝি নাই তাই এখন বুঝলেও হাসতে পারলাম না বলে দুঃখিত ভাইয়া ।
প্রায় সব গুলোয় বিবাহিতদের জন্য ফখরুল ভাই!!
অবিবাহিতরা আবার আন্দোলন শুরু করতে পারে!!
আপনাকে ধন্যবাদ।
ফখরুলঃ ভাইছা আন্নেরা নাকি পানিরে হানি কন।
ভাইছাঃ দূর , কন হাগলে কইছে ।
২য় ব্যাক্তিঃ অ্যাঁরে নি জিজ্ঞান?
১ম ব্যাক্তিঃ আর বলা লাগবেনা।
না হাসিয়া জাইবেন কই? এখান থেকে নেন নইলে মামলা দিমু।
স্ত্রি ও চুম্বক সংক্রন্ত জোক টা দিতে সাহস পাইলেন কেমনে???
মন্তব্য করতে লগইন করুন