<>এক অপরুপা কাশ্মিরি মুসলমান মেয়েকে দেখে এক হিন্দু ছেলের খুব পছন্দ হলো<>

লিখেছেন লিখেছেন হানিফ খান ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০১:৪৫ রাত

এক অপরুপা কাশ্মিরি মুসলমান

মেয়েকে দেখে এক হিন্দু ছেলের

খুব পছন্দ হলো। সে বিয়ের প্রস্তাব

পাঠালো। মেয়ে পক্ষ স্পষ্ট

জানিয়ে দিল কোন বিধর্মীর

সাথে তারা মেয়ে বিয়ে দিবেনা

ছেলেটা অস্থির

হয়ে একে ধরে ওকে ধরে "আমাকে

মুসলমান বানিয়ে দাও" । এক

জনের দয়া হলো --

মসজিদে নিয়ে কলেমা পড়াইয়ে

মুসলমান বানালো ছেলে গেলেন

মেয়ের বাড়ীতে --

মুসলমান হয়েছি এবার দাও।

মেয়ের বাবা বললেন

আগে তোমাকে ছয় মাস পর্যবেক্ষন

করে দেখি--

যদি দেখি দেওয়ার মত দিবো

ইনশা আল্লাহ।

মেয়ের পরিবার খুব ধর্ম পরায়ন।

ছয় মাস পর।

ছেলে বলল এবার দাও। মেয়ের

বাবা বললেন চল আজমির যাই

তোমার ঈমানের পরীক্ষা হবে।

আজমীরে খাজা বাবার

মাজারে এল সবাই। মাজারের

খাদেমরা নগদ টাকা নানা ধরনের

নজরানার এক বিশাল লিস্ট

ধরিয়ে দিল। ছেলে তাও যোগাড়

করে দিল। এরপর তাকে মাজারের

কাছে নিয়ে ঢাকনা দিয় কয়েক

জন খাদেম সহ ঢাকা হলো ।

ঢাকনার নীচে ছেলেকে জোর

করে মাজারে সিজদা করে

বেরিয়ে এসে খাদেমরা বলেন

সে এখন মুসলমান

হয়েছে খাজা বাবা খুব খুশী হয়েছেন।

খাজা বাবা খুশী কিন্তু ছেলেটার

মুখ কালো। মেয়ের

বাবা উৎফুল্ল হয়ে বললেন ''এসো,

আর কোন বাধা নেই

তুমি হবে আমার জামাতা''।

ছেলে বলল'' জনাব , আপনার

মেয়েকে দেখে পাগল

হয়েছিলাম সত্য তাকে না পেলে আমার

দুনিয়া বৃথা মনে হয়েছে তাই

পিতৃ পুরুষের ধর্মও নির্দ্বিধায় ত্যাগ

করেছিলাম। আমি ছিলাম

মুর্তি পুজক

আপনারা আমাকে বানালেন

মাজার পুজক।

কিন্তু আমার গুরু

যিনি আমাকে ইসলামে দিক্ষা

দিয়েছেন তিনি আমাকে

শিখিয়েছেন এক আল্লাহ ছাড়া

কারো কাছে মাথা নোয়ালে আমি

অভিশপ্ত ও পাপি

হয়ে যাবো -- আপনার মেয়ের

থেকেও এখন আল্লাহকে খুশী রাখাই

আমার কাছে বেশী গুরুত্ববহ।

আমি চলে যাচ্ছি। আপনাদের

মেয়ের জন্য আমার আর

কোনো আগ্রহ নাই-- খুঁজলে

আরেক জন শিরকী কাউকে

পেয়ে যাবেন।

সংগৃহীত>>>>>>

বিষয়: বিবিধ

১৪০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175635
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
হতভাগা লিখেছেন :
175638
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩১
শিশির ভেজা ভোর লিখেছেন : সত্যি সবার এরামই হওয়া উচিত। ধন্যবাদ শেয়ার করার জন্য।
175661
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
175930
১১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
হানিফ খান লিখেছেন : সত্যিই সবাইকে শেয়ার করতেব হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File