সব্যসাচী কবি শামছুল হককে চিনো?
লিখেছেন লিখেছেন হানিফ খান ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৫৮:১১ সকাল
তুমি হয়তো সদ্য শুনেছ এই কবির কথা, তার মৃত্যুর উছিলায় আর মিডিয়ার প্রচারণায়।
কিন্তু আমরা এই কবির পরিচয় পেয়েছি হৃদয়ে চোঁট পাওয়ায়। মসজিদের ঐ মিনার হতে সুমধুর 'আযান'কে নিয়ে ব্যাঙ্গ করায়।।
একজন সাহিত্যিক/কবি হিসেবে তুমি হয়তো তার মৃত্যুতে করতেছ শোক প্রকাশ।
কিন্তু একটা ইসলাম বিদ্ধেষী হিসেবে বাংলার যমীন থেকে আরেকটা নাস্তিকের বিদায়ে করতেছে জাতি উল্লাস ।।
কবি শামছুল হকের বানী:
↓
আযানের আওয়াজের চাইতে 'কাকে'র ' কা কা ' সূর আরও মধুর।
ধর্মীয় জ্ঞানহীন এই কবি সত্যের সন্ধানে যেতে পারবেই বা কতদূর!
' কা কা ' করতে করতে চিরবিদায় নিলো নাস্তিকমনা এই কবি,
কিন্তু মসজিদেরই মিনার হতে আযানের সুমধুর আওয়াজ ভেসে আসছে আজও যা থামবে বা কভী।
রোজ হাশরে বন্ধু মুয়াজ্জিনের গরদান হবে যে বুলন্দ,
যা বুঝতে ও জানতে পারেনি
দুর্ভাগা কবি শামছুল হক কমবখত।।
বিষয়: বিবিধ
১৭৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত ভাব নিয়ে নাস্তিক সেজে নিজেকে মুক্তমনা হিসেবে স্টাবলিশ করেছিল ; ইসলামবিদ্বেষী হয়ে নিজেকে আধুনিক , বিজ্ঞানমনষ্ক হিসেবে গড়ে তুলেছিল - এসব এচিভম্যান্ট তো ধুলোয় মিশে যাবে আর তার সমমনা বন্ধুরাও তো লজ্জায় পড়ে যাবে যদি ইসলামী শরিয়তের রীতি তার মৃতদেহের সৎকার হয় ।
মন্তব্য করতে লগইন করুন