পিপীলিকা পাখা গজায় মরিবার তরে
লিখেছেন লিখেছেন হানিফ খান ২৭ জুন, ২০১৬, ০২:৪৪:৪০ দুপুর
মালিবাগ বাইতুল আজম মসজিদেও এভাবে হামলা হয়েছিলো তৎকালীন বিএনপি সরকারদলীয় এক প্রভাবশালী নেতার নেতৃত্বে।
হুমকি ধমকি ও টানটান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মরহুম ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহঃ এর ঈমান জাগানো লড়াইয়ে প্রায় 'চারজন' মাদ্রাসা ছাত্র ও ছাত্র আন্দোলনের মুজাহিদদের জীবনের বিনিময়ে বিজয় লাভ করে মুসল্লিরা।
'চরমোনাই পীর' সামান্ন একটা মসজিদের জন্য এত বাড়াবাড়ি করা ঠিক হয়নি" বলে তখন মন্তব্য করেছিলো তৎকালীন জোট সরকারের মন্ত্রী 'মতিউর রহমান নিজামী' (জামাতের আমীর)।
গত সপ্তাহে সেই মসজিদের সামনে দিয়ে আসতেছিলাম। নজর পড়ল → 'বাইতুল আজম শহীদি মসজিদ' সাইনবোর্ডে।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আজ গেন্ডারিয়া মসজিদে হামলা করেছে আওয়ামী সরকারের ছত্রছায়ায় ঘাড় মোটা হওয়া কিছু হিন্দু মালায়ুন আর নালায়েক কমবখত ওসি মিজান'রা।
মনে রাখুন, শুনে রাখুন......।
মসজিদ ঠিকই তার আপন স্থানে দাঁড়িয়ে যাবে। এখন পাঁচ তলা ফাউন্ডেশন হলে তখন আরো দ্বিগুণ হবে। আপাতত এ'সির পরিকল্পনা না থাকলেও তখন বিদেশ থেকে উন্নতমানের এয়ার কন্ডিশন বা এসি অনুদান আসবে এই ঘটনার উসিলা করেই। মসজিদ হয়ে যাবে ঐতিহ্যবাহী একটি পরিচিত দৃষ্টিনন্দন মসজিদ। আমি ছোট্ট মানুষ হয়ে এই ভবিষ্যদ্বাণী দিলাম, ইচ্ছে করলে লিখে রাখতে পারেন সবাই।
হয়তো মসজিদের বর্তমান নামের সাথে 'শহীদি' শব্দ যোগ করতে হবে, এতটুকু।
আবারো বলছি, মসজিদ হয়ে যাবে আরো উন্নত সাজে।
কিন্তু°°° কিন্তু °°°কিন্তু
এই হিন্দু মালায়ুন গোষ্ঠি আর পুলিশ নামের কলঙ্ক 'মিজান'রা শান্তিতে থাকতে পারবে না।আজ যে মসজিদ ওরা ভেংগেছে কাল ঐ মসজিদ ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আর হাত পা ভাংগা অবস্থায় কুকুরের মত হাউমাউ করে নিচে পড়ে থাকবে 'মিজান'রা।
মসজিদ ঠিকই তার আপন যায়গায় থাকবে, তবে মিজান ডান্ডিরা বেশিদিন বাঁচবে কিনা সন্দেহ রয়েছে।।
কথায় আছে.......
পিপীলিকা পাখা গজায় মরিবার তরে।
বিষয়: বিবিধ
১৫০২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন