ভারত বিজয় মিশন। পোস্ট নং ২

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৪ অক্টোবর, ২০১৬, ০৮:৪৮:৪৯ রাত

°°°°°°° ভারত °°°°°°°

``বিজয়ের মিশন``

মহানবীর ভবিষ্যদ্বাণী

পোস্ট নং (২) --- এম এ আই হানিফ

••••••••••••••••••••••••••••••••••

হযরত আবু হুরায়রা রাযিঃ থেকে বর্ণিত। একদা নবী করীম সাঃ হিন্দুস্তানের (ভারত) কথা বর্ণনা করতে গিয়ে বলেন যে, তোমাদের মধ্য থেকে একটি বাহিনী হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। শেষপর্যন্ত তারা হিন্দুস্তানের প্রতাপশালী সম্রাটদেরকে (রাষ্ট্রনায়কগণ) শিকল দিয়ে বেঁধে বন্দি করে নিয়ে আসবে। ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। অতঃপর তারা যখন ওখান থেকে ফিরে আসবে, তখন শামে ঈসা বিন মারইয়াম আঃ কে পেয়ে যাবে।

অতপর আবু হুরায়রা রাযিঃ বলেন, আমি যদি ঐ যুদ্ধকালীন সময়টি পেয়ে যাই, তবে আমি আমার নতুন পুরাতন সকল আসবাবপত্র বিক্রি করে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে যাব। সুতরাং আল্লাহ পাক যখন আমাদের বিজয় দান করবেন, আর আমরা ফিরে আসব, তখন আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্ত হব। অতঃপর আমি যখন শামে আসব, তখন ঈসা আঃ কে পেয়ে যাব। ঐ মুহুর্তে আমি ঈসা আঃ এর সন্নিকটে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ব। অতপর ঈসা আঃ এর কাছে গিয়ে বলব যে, আমি হলাম শেষনবী মুহাম্মাদ মুস্তফা সঃ এর সাহচর্যপ্রাপ্ত একজন সাহাবী।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাযিঃ এর এ কথা শুনে মুচকি হেঁসে দিয়ে বলতে লাগলেন যে, (হে আবু হুরায়রা, এ ঘটনা) অনেক দূরে অনেক দূরে।।

( নুয়াঈম ইবনে হাম্মাদ, খঃ ১ পৃ ৪১)

_______________________

হাদীসটি সনদের দিক দিয়ে যয়ীফ বর্ণনা হলেও সাড়ে চৌদ্দশত বছর পূর্বের রাসূলের এই হাদীস এবং বর্তমান অবস্থা ।

* হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধের ফযীলত উপরোক্ত হাদীস দ্বারা আন্দাজ করা যেতে পারে যে, সেখানকার মুজাহিদীনের মর্যাদা ঐ সকল মুজাহিদীনের সমান হবে, যারা ঈসা আঃ এর সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। রাসূলে কারীম সঃ কথাটি এজন্যই বলেছেন- এমনটি যাতে না হয় যে, বিশ্বের সকল মুজাহিদীন ইমাম মাহদীর সাথে যুদ্ধ করার আশায় আরববিশ্বে গিয়ে একত্রিত হয়ে যাবে আর হিন্দুস্তান (ভারত) থেকে সবাই গাফেল হয়ে যাবে। অথচ হিন্দুস্তান/ভারতের বিরুদ্ধে যুদ্ধের মিশনটিও সেই মিশন, যা সফল করার জন্য ইমাম মাহদী যুদ্ধ করবেন। সুতরাং হিন্দুস্তান তথা ভারতের উপমহাদেশের মুজাহিদীনের জন্যও একই রকম মর্যাদার কথা বলা হয়েছে।সাথে সাথে সুসংবাদও দেওয়া হয়েছে, যাতে করে ভারত বিজয়কারিদের মনে কোনরূপ বিরক্তি বা অসন্তুষ্টি না থাকে যে, ইমাম মাহদী বা ঈসা আঃ এর সাথে থেকে জিহাদ করার সৌভাগ্য নসীব হল না। আর তাই রাসূলে করীম সঃ বলেছেন যে, ঘাবড়ানোর কোন কারণ নেই, ফিরে এসে তারা ঠিকই ঈসা আঃ কে পেয়ে যাবে।।

#_wait for post no 3. about this topic

বিষয়: বিবিধ

১৪০৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378304
০৫ অক্টোবর ২০১৬ রাত ১২:৩৮
মনসুর আহামেদ লিখেছেন : Excellent brother

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File