বাতাসে বাতাসে মানুষের দীর্ঘশ্বাস – সোহরাব হাসান

লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ০৫ মে, ২০১৪, ১০:০১:৪৪ রাত

যে তুমি বাসোনি ভালো, সে তোমার ভালোবাসাহীন

দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে আছি।

আজ ভালোবাসো নাই; একদিনবেসেছিলে

সেই বাসা এখনো বুকের মাঝে চিনচিন করে বাজে

যে তোমাকে ভালোবাসে, আমার কথা ভেবে

না হয় তাঁকে একটু বেশি ভালোবেসে নিয়ো।

অপটু শিকারির হাতে ধরা আত্মঘাতী তীরের মতো

আমার ভালোবাসা আমাকেই বিদ্ধ করে চলেছে অবিরত

ভালোবাসাহীন যে জীবন আমি বেছে নিয়েছি

তার ঋণ কোনো দিন শেষ হওয়ার নয়।

তুমি যাকে একদিন ভালোবেসেছিলে সে আমি নই

আমার অপস্রিয়মাণ ছায়া; ছায়াহীন ঠুনকো মানুষ আমি

কী করে তোমার ভালোবাসার প্রতিদান দেব?

জলহীনতায় ভালোবাসা মরে যায়,

বাতাসে বাতাসে মানুষের দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হয়।

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217912
০৫ মে ২০১৪ রাত ১০:০৬
নীল জোছনা লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ চোর তোমায়। Rose Rose
০৬ মে ২০১৪ রাত ১২:০২
166037
ছিঁচকে চোর লিখেছেন : অনেক ধন্যবাদ Clown
217945
০৫ মে ২০১৪ রাত ১১:৪২
জোনাকি লিখেছেন : ভাল্লাগেছে।
০৬ মে ২০১৪ রাত ১২:০২
166038
ছিঁচকে চোর লিখেছেন : অনেক ধন্যবাদ Clown
218343
০৭ মে ২০১৪ রাত ০৪:০৩
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিহে। আপনি কি সোনার বাংলা ব্লগের সেই ছিচকে চোর? কবিতা লিখে আবারও সবাইকে জাগাবেন সে প্রতীক্ষায় আছি। ধনবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File