জাপানী আদলে বাংলা হাইকু (৭৪০-৭৬০)
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০৫ নভেম্বর, ২০১৫, ০৩:১৯:২৭ দুপুর
741. সবুজ মন
বাঁশির সুরে নাচে
মণি কাঞ্চন।
742. মন জানে না
কিসের টানে জাগল
হিজল বন।
743. আকাশে ঘুড়ি
জিরজির উড়ছে মুক্ত
প্রাচীর টপকে।
744. কিসের নেশা
মন উদাসে বাজে
প্রিয় দশর্নে।
745. ওপরে উঠি
পবর্ত ধ্বনি বাজে
তুর কথন।
746. অনন্ত সুর
আহ্বান আজান
তাওহিদের।
747. নবযৌবনা
কতটা রোশনি পেলে
নখেদর্পন।
748. জলে দোলা চাঁদ
শাহবাজপুর চ্যানেল
রূপালি চর
749. নীল জলের
ঘূর্ণন গহ্বরে
সীমানা নেই।
750. উজ্জ্বল চাঁদ
সাকিতে মত্ত টান
একাকী প্রেম।
751. তুখোড় শীত
পাতা ঝরে পযার্প্ত
নির্জীব ডাল।
752. নদীর তীর
কাঁশফুল সমারোহ
শরত চিহ্ণ।
753. জনারণ্যের
নির্দয় আত্মঘাতি
মৃত্যুর কান্না।
754. বৃষ্টির ধারা
গোপন বিনিময়
সেতু বন্ধন।
755. মেঘ পরাণ
শ্রান্তির যেথা শেষ
পূর্ণিমা চাঁদ।
756. চাঁদের আলো
বসছি পুকুর পাড়
রাত্রি পোহাল।
757. গরীব ঘর
ধান ভানার শব্দ
বুভুক্ষু চাঁদ।
758. আজান ধ্বনি
সুগন্ধি কুঁড়ি ঘ্রাণ
অন্তর কাঁড়ে।
759. বাতির আলো
ছড়ায় চর্তুদিক
তলায় ছায়া।
760. ভৃত্য হলাম
প্রভুর অনুগত্যে
তৃপ্ত পরাণ।
বিষয়: বিবিধ
১২৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন